ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানায়।
আরও পড়ুন: সিকৃবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা
অফিস আদেশে বলা হয়, ‘গত ১৪ আগস্ট ডিন কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী অত্র বিশ্ববিদ্যালয়ে সব রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো। কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যদি রাজনৈতিক সংগঠন ও রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, গত কয়েকদিন ধরেই রাজনীতি মুক্ত ক্যাম্পাস, দুর্নীতিবাজ উপাচার্যের পদত্যাগসহ কয়েকদফা দাবিতে আন্দোলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে বুধবার ডিন কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য দাবিও দ্রুত বাস্তবায়ন ও সিন্ডিকেট সভায় পাস করার আহ্বান জানান শিক্ষার্থীরা।
আরও পড়ুন: সিকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে জয়ী আওয়ামীপন্থী প্যানেল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিকৃবির সমন্বয়ক আজিজুল হক আজাদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি ডিন কাউন্সিলের সভায় পাস হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের অন্য দাবির মধ্যে আছে- গণহত্যার সমর্থক উপাচার্যের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তি, শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার বিচার, দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়া ও ছাত্র সংসদ চালু করা।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই এসব দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং সিন্ডিকেট সভায় পাস হবে। যতদিন এই দাবিগুলো আদায় হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে।’
আরও পড়ুন: খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রাণীদের প্রতি সদয় হতে সিকৃবি উপাচার্যের আহ্বান
৩ মাস আগে