নরসিংদীর শালিধা
নিখোঁজের ২ দিন পর টেক্সটাইল মিল শ্রমিকের লাশ উদ্ধার
নরসিংদীর শালিধায় নিখোঁজের দুই দিন পর একটি ডোবা থেকে মো. রুবেল (১৮) নামে এক টেক্সটাইল মিল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে নরসিংদী পৌর শহরের শালিধা এলাকার ডোবা থেকে রুবেলের লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: যশোরে টাইলস মিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার
রুবেল নরসিংদীর মনোহরদীর কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। তিনে নরসিংদী শহরের চৌয়ালা এলাকার ইয়ামিন টেক্সটাইলের শ্রমিক ছিলেন।
নিহতের পরিবার জানান, গত বুধবার (১৪ আগস্ট) থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার সকাল ১০টার দিকে শালিধার একটি ডোবা থেকে রুবেলের লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে মেরে ডোবায় ফেলে রাখা হয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, শালিধায় একটি ডোবা থেকে রুবেলের লাশ উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন: বেনাপোল সীমান্তের শূন্যরেখা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে টিউবওয়েল মিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার
৪ মাস আগে