সাবেক এমপি শিমুল
নাটোরে শিক্ষার্থী হত্যা: শেখ হাসিনা, সাবেক এমপি শিমুলসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা
নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্কুলছাত্র ইয়াছিনকে অপহরণ ও হত্যার অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহত ইয়াসিন ইসলামের বাবা ফজের আলী বাদী হয়ে রবিবার (১৮ আগস্ট) দুপুরে নাটোর থানায় মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে কলেজছাত্র হত্যায় হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে নাটোর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণমোহন সরকার বলেন, ‘আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মামলার অন্য আসামিরা হলেন- সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সদর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বাদীর অভিযোগ, গত ৪ আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের সময় ইয়াছিনকে নাটোর শহরের মাদরাসা মোড় থেকে মারধর করে তুলে নিয়ে তৎকালীন এমপি শিমুলের বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। পরদিন এমপি শিমুলের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ৬ আগস্ট এমপি শিমুলের পুড়ে যাওয়া বাড়ি থেকে ইয়াছিনের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে যুবক হত্যায় হাসিনাসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা
বগুড়ায় হাসিনা-কাদেরসহ আওয়ামী লীগের ১০১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
৩ মাস আগে
নাটোরের সাবেক এমপি শিমুলসহ আ. লীগের ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
নাটোরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ আওয়ামী লীগের ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) বিকেলে নাটোর সদর থানায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহীন ও জেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম আফতাব বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: মাগুরায় সাবেক এমপি বীরেন শিকদারসহ ১৭২ জনের বিরুদ্ধে হত্যা মামলা
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১৩ মার্চ শিমুলের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নগরীর ফুলবাগান এলাকায় দেওয়ান শাহীনের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। এ মামলায় শিমুলসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে।
দ্বিতীয় মামলাটি গত বছরের ২৯ ডিসেম্বর সাইফুল ইসলাম আফতাবকে সরকারবিরোধী আন্দোলন দমন করার প্রচেষ্টায় আওয়ামী লীগ কর্মীরা গুলি করেছিল। এ অভিযোগে আফতাব সাবেক এমপি শিমুলসহ ২৬ জনের নাম উল্লেখ করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও তার ভাই টিপুসহ ১৭০০ জনের বিরুদ্ধে মামলা
কুষ্টিয়ায় হত্যা মামলায় হানিফ-আতাসহ আ. লীগের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
৩ মাস আগে