শনিবার (১৭ আগস্ট)
নাটোরের সাবেক এমপি শিমুলসহ আ. লীগের ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
নাটোরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ আওয়ামী লীগের ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) বিকেলে নাটোর সদর থানায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহীন ও জেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম আফতাব বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: মাগুরায় সাবেক এমপি বীরেন শিকদারসহ ১৭২ জনের বিরুদ্ধে হত্যা মামলা
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১৩ মার্চ শিমুলের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নগরীর ফুলবাগান এলাকায় দেওয়ান শাহীনের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। এ মামলায় শিমুলসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে।
দ্বিতীয় মামলাটি গত বছরের ২৯ ডিসেম্বর সাইফুল ইসলাম আফতাবকে সরকারবিরোধী আন্দোলন দমন করার প্রচেষ্টায় আওয়ামী লীগ কর্মীরা গুলি করেছিল। এ অভিযোগে আফতাব সাবেক এমপি শিমুলসহ ২৬ জনের নাম উল্লেখ করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও তার ভাই টিপুসহ ১৭০০ জনের বিরুদ্ধে মামলা
কুষ্টিয়ায় হত্যা মামলায় হানিফ-আতাসহ আ. লীগের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
৪ মাস আগে