শুক্রবার (১৬ আগস্ট)
সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক
সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে তার বাড়ি থেকে আটক করে ঢাকায় নিয়ে যায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
আরও পড়ুন: চট্টগ্রামের সাবেক এমপি এম এ লতিফ আটক
রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি সেন বলেন, ‘সাদা পোশাকধারী ১০ থেকে ১২ জনের একটি দল তাকে গাড়িতে করে নিয়ে গেছে। তবে, কারা নিয়ে গিয়েছে এবং কোথায় নিয়ে গিয়েছে তা বলতে পারব না।’
এ সময় রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ছিলেন।
তিনি বলেন, ‘গোয়েন্দা পুলিশের একটি দল রমেশ চন্দ্র সেনকে আটক করে নিয়ে গেছে। আমরা ডিবিকে সহযোগিতা করেছি মাত্র।’
তবে, কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি রুহিয়া থানার ওসি।
ঠাকুরগাঁওয়ের ডিবি প্রধান (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের কোনো দল আজ শনিবার কাজে যায়নি। রমেশ চন্দ্র সেনের আটক হওয়ার বিষয়টি সম্পর্কে কিছুই জানি না।’
আরও পড়ুন: দেশ ছেড়ে পালানোর সময় আটক চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা
৪ মাস আগে