সাবেক নৌ প্রতিমন্ত্রী
সাবেক নৌ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার উপজেলা চেয়ারম্যান
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও ২৪ জন নেতা-কর্মীর নামসহ অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করে বোচাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওই মামলায় আওয়ামী লীগের উপজেলা পরিষদের চেয়ারম্যান আফছার আলীকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদনসহ শনিবার (১৭ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও তার ভাই টিপুসহ ১৭০০ জনের বিরুদ্ধে মামলা
জানা গেছে, গত ১৮ জুলাই বোচাগঞ্জে বের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে অনেকে আহতসহ ক্ষয়ক্ষতির শিকার হয়। এঘটনায় ওই এলাকার সাবেক এমপি ও আওয়ামী লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আফছার আলী এবং ২৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করে বোচাগঞ্জ থানায় শনিবার মামলা দায়ের করেছেন উপজেলার সমন্বয়ক ফয়সাল মোস্তাক।
অন্যদিকে গত ৫ আগস্ট নিজ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় গত ১৬ আগস্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় মামলা করতে গিয়েছিলেন আফছার আলী। খবর পেয়ে থানা ঘেরাও তাকে গ্রেপ্তারসহ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকে ছাত্র-জনতা। এসময় সেনা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হলে চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা দেন তিনি। এতেও রেহাই মিলেনি তার।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল বলেন, ‘শিক্ষার্থীর মামলায় উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদনসহ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার রিমান্ড আবেদনের শুনানি হতে পারে বলে আশা করছেন তারা।’
আরও পড়ুন: চট্টগ্রামে কলেজছাত্র হত্যায় হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা
নাটোরের সাবেক এমপি শিমুলসহ আ. লীগের ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
২ মাস আগে