ভালেন্সিয়া
ঘুরে দাঁড়িয়ে জিতে বার্সার ‘ফ্লিক অধ্যায়’ শুরু
বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডার ও কোচ শাভি এরনান্দেসকে বরখাস্ত করার পর নতুন কোচ হান্সি ফ্লিকের তত্ত্বাবধায়নে কেমন খেলবে দলটি, তা দেখার অপেক্ষায় ছিল সবাই। তবে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও জয় পেয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছে বার্সেলোনা।
শনিবার (১৭ আগস্ট) রাতে ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে কাতালুনিয়া জায়ান্টরা। জোড়া গোল করে বার্সাকে জয় এনে দেন রবের্ট লেভানডোভস্কি।
এর ফলে বার্সা কোচ হিসেবে প্রতিযোগিতামূলক ফুটবলে জয় দিয়ে শুভসূচনা হয়েছে ফ্লিকের।
ম্যাচের ৪৪তম মিনিটে হুগো দুরোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর গোল পরিশোধ করতে অবশ্য বেশি সময় নেয়নি বার্সেলোনা। প্রথমার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান লেভানডোভস্কি। এরপর বিরতির পর ম্যাচের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন এই পোলিশ স্ট্রাইকার।
এরপর আরও বেশ কয়েকটি সুযোগ পেলেও সেগুলো গোলে পরিণত করতে পারেনি বার্সেলোনার ফুটবলাররা। ফলে ২-১ ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লিকের শিষ্যরা।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই সালাহর দুই রেকর্ড
এদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন ইলকাই গুন্ডোগান, গাভি, রোনাল্দ আরাউহো, ফ্রেঙ্কি ডি ইয়ং ও আনসু ফাতির মতো দলটির প্রমাণিত ফুটবলাররা। এছাড়া চলতি দলবদলের মৌসুমে লাইপসিগ থেকে দলে টানা দানি অলমোকেও এখনও লা লিগায় নিবন্ধন করাতে পারেনি আর্থিক জটিলতায় ভোগা বার্সেলোনা।
ফলে কৌশলে পরিবর্তন এনে দল সাজাতে হয় ফ্লিকের। শুরুর একাদশে তিনি নামিয়ে দেন ১৭ বছর বয়সী তিন ফুটবলার- লামিন ইয়ামাল, পাউ কুবারসি ও মার্ক বের্নালকে।
তবে তরুণ হলেও কোচের আস্থার প্রতিদান দিয়েছেন তাদের সবাই। রক্ষণভাগে কুবারসি ছিলেন অসাধারণ। কন্ট্রোলিং মিডফিল্ডে এদিন বার্সায় অভিষিক্ত বের্নালও ছিলেন দারুণ। আর বরাবরের মতোই আক্রমণভাগে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ওপর ত্রাস ছড়ান লামিন।
আগামী শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১১টায় আথলেতিক বিলবাউয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে ফ্লিকের শিষ্যরা।
আরও পড়ুন: হাভার্টস-সাকার গোলে জয় দিয়ে শুরু আর্সেনালের
৪ মাস আগে