শারমীন এস মুরশিদ
সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণ করতে পারবেন: সমাজকল্যাণ উপদেষ্টার প্রশ্ন
সংস্কার ছাড়া মানুষ নির্বাচন গ্রহণ করতে পারবে কী না সে প্রশ্ন তুলেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
রবিবার (৬ অক্টোবর) সচিবালয়ে অধীন দুই মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।
আরও পড়ুন: গণঅভ্যুত্থানে নিহত শিশুদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ
আপনাদের এখন অগ্রাধিকার কী সংস্কার, নাকি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া- এ বিষয়ে শারমীন এস মুরশিদ বলেন, ‘আরে! নির্বাচনের দিকে যাবে কীভাবে সংস্কার ছাড়া? একি অদ্ভুত প্রশ্ন! সংস্কার হবে না, নির্বাচন হবে-সেই নির্বাচন নিতে পারবেন তো, সংস্কার ছাড়া?’
সেটা কতদিনে হবে-জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘জানি না, কতদিন।’
আপনাদের লক্ষ্য কী এখন নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, কিন্তু নির্বাচন কমিশন তো এখনও পুনর্গঠনই হয়নি- এ বিষয়ে উপদেষ্টা বলেন, এখনও অনেক কিছুই গঠন হয়নি। মাত্র দুই মাস সময় গেল, একটু সময় দিন।
তিনি আরও বলেন, এসব প্রশ্নের জবাব আপনারা পাবেন। নির্বাচন তো আমাদের অন্যতম লক্ষ্য। সেটার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে।
নির্বাচনের রোড ম্যাপ ও পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, এই আলোচনা এখনও আমাদের ক্যাবিনেটে হয়নি। এটা নিয়ে চেইন অব মিটিং চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এই ভাবনাটা এখনও আলোচনার মধ্যে আছে।
আরও পড়ুন: এবার শারদীয় দুর্গা পূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
২ মাস আগে
তারুণ্যের শক্তিকে সমাজ ও দেশ গঠনে কাজে লাগাতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘আমাদের তরুণদের কাজে লাগাতে হবে। মেধা, বিজ্ঞান ও যুক্তি, এতেই জাতির মুক্তি- এই প্রত্যয় নিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সমাজ ও দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা দুর্নীতিমুক্ত জায়গা তৈরি করতে চাই। ভালো কাজ করতে হলে নৈতিক জায়গায় আরও মনোযোগী হতে হবে। আত্মবিশ্লেষণ করতে হবে। নিয়মের বাইরে কেউ যাবেন না। নিয়ম লঙ্ঘন করলে আপনাদের কথা শুনব না।’
আরও পড়ুন: মন্ত্রণালয়ের কোনো কার্যক্রম যেন থেমে না থাকে নিশ্চিত করতে হবে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
রবিবার (১৮ আগস্ট) মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় এসব কথা বলেন সমাজকল্যাণ উপদেষ্টা।
মন্ত্রণালয়ে কোনো দলীয়করণ চলবে না জানিয়ে তিনি বলেন, ‘কোনো দলের জন্য কাজ করতে আসিনি। আমরা মনুষ্যত্বের জন্য কাজ করতে এসেছি।’
উপদেষ্টা বলেন, ‘সার্বিক উন্নয়নের জন্য পারস্পরিক বোঝাপড়া অবশ্যই জরুরি। পারস্পরিক বোঝাপড়া ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব না। নিজের প্রতি বিশ্বাস রাখুন। বিশ্বাস গড়ে তুলতে পারলে অনেকাংশেই জয় করা সম্ভব।’
বিভিন্ন দপ্তরের শুন্যপদ পূরণ নিয়ে তিনি বলেন, ‘লোকবল নিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে সুষ্ঠুভাবে নিয়োগ দিতে হবে। একই দপ্তরে কাউকে দীর্ঘদিন রাখলে কাজের প্রতি অনীহা জন্মায়, সেক্ষেত্রে বিধিমতে ব্যবস্থা নিতে হবে। শুধু মন্ত্রণালয় বা দপ্তরের কথা ভাবলে হবে না, দেশের কথা ভাবতে হবে।’
সভায় আরও ছিলেন- মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম শেখ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন দপ্তর প্রধান ও কর্মকর্তা/কর্মচারীরা।
আরও পড়ুন: দুর্নীতি করে বঞ্চিত কর্মকর্তাদের দাবি আমলে নেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাজারে চাপ কমাতে যতটুকু সম্ভব অত্যাবশ্যকীয় পণ্য আমদানি করতে হবে: অর্থ উপদেষ্টা
৪ মাস আগে