ডিবির হারুন
সাবেক চিফ হুইপকে মারধরের অভিযোগে ডিবির হারুন-বিপ্লব কুমারের বিরুদ্ধে মামলা
জাতীয় সংসদ ভবনের কাছে ২০১১ সালের ৬ জুলাই বিএনপির সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে মারধরের ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফারুকের অভিযোগের ভিত্তিতে সোমবার (১৯ আগস্ট) বিকালে শেরেবাংলা নগর থানায় মামলাটি করা হয়।
আরও পড়ুন: ছয় সমন্বয়ককে 'বিবৃতি দিতে বাধ্য করার' অভিযোগ ভিত্তিহীন ও গুজব: ডিবিপ্রধান হারুন
মামলায় ডিবির সাবেক প্রধান হারুন-অর-রশীদ ও ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে ফারুক উল্লেখ করেন, হত্যার উদ্দেশ্যে পুলিশ তাকে লাঠি দিয়ে পিটিয়ে এবং বুট দিয়ে লাথি মেরেছিল।
২০১১ সালের ৬ জুলাই বিএনপির ডাকা হরতাল চলাকালে সংসদ ভবনের সামনে পুলিশের হামলার শিকার হন সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ফারুক।
পরদিন হরতালের সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে ফারুকের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
আরও পড়ুন: ডিবির প্রতি জনগণের আস্থা অর্জনের চেষ্টা করেছি: হারুন
ডিবি থেকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে হারুনকে বদলি
৩ মাস আগে