বাজেট সহায়তা
জাপানের কাছে বাজেট সহায়তা চাইলেন অর্থ উপদেষ্টা, উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান
জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠকে জাপানের কাছে বাজেট সহায়তার অনুরোধ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে আর্থিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, জাপান বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অংশীদার, প্রাথমিকভাবে প্রকল্প সহায়তা দিয়ে আসছে।
আরও পড়ুন: আমাদের কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও শিক্ষার্থীদের স্থান দিতে হবে: অধ্যাপক ইউনূস
বৈঠক শেষে ড. সালেহউদ্দিন সাংবাদিকদের বলেন, 'এবার আমরা বাজেট সহায়তা চেয়েছি এবং জাপান এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।’
অর্থ উপদেষ্টা ২০১৬ সালের হলি আর্টিজান হামলায় জাপানি নাগরিকদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং দু'দেশের মধ্যে গভীর সম্পর্কের কথা স্বীকার করেন।
ড. সালেহউদ্দিন বাংলাদেশে জাপানের অর্থায়নে চলমান উন্নয়ন প্রকল্পগুলো অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং দু'দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে সম্ভাব্য দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বাড়ানোর অনুরোধও জানান জানান তিনি।
উপদেষ্টার অনুরোধের জবাবে জাপানের রাষ্ট্রদূত নতুন সরকারকে স্বাগত জানিয়ে এর নেতৃত্বের সক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের ব্যবসার পরিবেশ উন্নত করা এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ব্যাংকিং খাতসহ বিভিন্ন সংস্থার সংস্কার বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
আরও পড়ুন: আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে: ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি
৩ মাস আগে