চীনে উচ্চশিক্ষায় আবেদনের
চীনে উচ্চশিক্ষা: আবেদন পদ্ধতি, পড়াশোনার খরচ ও স্কলারশিপসহ যাবতীয় সুযোগ-সুবিধা
সাশ্রয়ী অথচ উন্নত মানের শিক্ষায় শুধু ইউরোপই নয়; এগিয়ে রয়েছে এশিয়ার দেশগুলোও। পৃথিবীর বৃহত্তম এই মহাদেশটির বিশ্ববিদ্যালয়গুলোরও স্থান রয়েছে বিশ্বের প্রথম সারির বিদ্যাপীঠগুলোর তালিকায়। এগুলোর মধ্যে সর্বাপেক্ষা এগিয়ে চীনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। যুগ যুগ ধরে স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ক্যারিয়ার গঠনের সুযোগ নিয়ে দেশটি স্বাগত জানিয়ে আসছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের। চলুন, চীনে উচ্চশিক্ষার জন্য আবেদন ও স্কলারশিপসহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক।
কেন চীন উচ্চশিক্ষার অন্যতম সেরা গন্তব্য
সভ্যতা, শিক্ষা ও সংস্কৃতিতে এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ চীন। আর্থ-সামাজিক দিক থেকেও দেশটিতে জীবনধারণের মান এশিয়ার অন্যান্য দেশ থেকে অনেকটা উন্নত। দেশটির অপরাধ সূচক ২৪ দশমিক ৪ এবং শান্তি সূচক ২ দশমিক ১০১।
গোটা এশিয়ায় স্বনামধন্য বিদ্যাপীঠ পিকিং ইউনিভার্সিটি ওয়ার্ল্ড কিউএস র্যাংকিং-এ ১৭ নাম্বারে রয়েছে। সিংহুয়া ইউনিভার্সিটির অবস্থান ২৫ এবং ঝেজিয়াং ইউনিভার্সিটি রয়েছে ৪৪ নাম্বারে। ৫০তম স্থানে আছে ফুডান ইউনিভার্সিটি আর তার পরেরটি সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি।
আরো পড়ুন: টোফেল পরীক্ষার নিবন্ধন করবেন যেভাবে
চীনে উচ্চশিক্ষায় আবেদনের পূর্বশর্ত
স্নাতকে ভর্তির জন্য ডিপ্লোমা, উচ্চ মাধ্যমিক বা সমমানের সনদধারী হতে হবে। স্নাতকোত্তরের জন্য লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি। অপরদিকে স্নাতকোত্তর শেষ করে আবেদন করা যাবে পিএইচডির জন্য।
এমবিএর জন্য স্নাতকের পাশাপাশি দরকার হবে দুই বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা।
অতিরিক্ত সংযুক্তি হিসেবে জিম্যাট বা জিআরই স্কোরের প্রয়োজন হতে পারে। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশিকা পরীক্ষা বা অনলাইন সাক্ষাৎকার নিতে পারে।
ইংরেজি ভাষা যোগ্যতার জন্য আইইএলটিএস একাডেমিক বা টোফেল আইবিটি আবশ্যক।
আরো পড়ুন: কীভাবে আইইএলটিএস পরীক্ষার জন্য নিবন্ধন করবেন?
চীনের সেরা বিশ্ববিদ্যালয় এবং চাহিদাসম্পন্ন কোর্সের তালিকা
সাম্প্রতিক বছরগুলোতে যে চীনা শিক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বাধিক বিদেশি ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে, সেগুলো হলো-
· পিকিং ইউনিভার্সিটি
· সিংহুয়া বিশ্ববিদ্যালয়
· ঝেজিয়াং ইউনিভার্সিটি
· ফুডান ইউনিভার্সিটি
· সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি
· সিংহুয়া ইউনিভার্সিটি
· ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না
· নানজিং ইউনিভার্সিটি
· সিচুয়ান ইউনিভার্সিটি
· হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
আরো পড়ুন: কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার উপায়
৩ মাস আগে