৪ আগস্ট আন্দোলন
মুন্সীগঞ্জে সাবেক সংসদ সদস্যসহ ৫০৮ জনকে আসামি করে হত্যা মামলা
মুন্সীগঞ্জে গত ৪ আগস্ট আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করে আরও ৫০৮ জনের নামে হত্যা মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) শহরের উত্তর ইসলামপুরের নিহত মিশুক চালক রিয়াজুল ফরাজীর স্ত্রী রুমা বেগম মামলাটি করেন।
আরও পড়ুন: মিরপুরে হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা
শহরের সুপার মার্কেটের মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বর ঘিরে হামলা চালানো হয়েছিল।
এদিকে মামলাটির আসামির তালিকায় এক নম্বরে নাম থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে হুকুমের আসামি করা হয়েছে। আসামির তালিকায় মোট ২০৮ জনের নাম উল্লেখ করা হয়েছে ও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০০ থেকে ৩০০ জনকে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘এই মামলার এজাহারভূক্ত আসামি জনতার হাতে সোমবার আটক হওয়া এবং র্যাবের হস্তান্তর করা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাজমূল হাসান সোহেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
আরও পড়ুন: জাহিদ মালেক ও কম্পিউটার ওয়ার্ল্ড বিডির চেয়ারম্যান আলী শিকদারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা
৪ মাস আগে