যৌথ কাজ
সম্পর্ক জোরদারে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক যৌথ কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত রাশিয়ার
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া।
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি, সাংস্কৃতিক ও মানবিক যোগাযোগ জোরদার করতে সরকারি পর্যায়ে গঠনমূলক যৌথ কাজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশটি।
আরও পড়ুন: বেলগরোদ অঞ্চলে রাশিয়ার জরুরি অবস্থা ঘোষণা
অধ্যাপক ড. ইউনূসকে পাঠানো এক অভিনন্দন বার্তায় রুশ ফেডারেশনের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেন, 'এটি সম্পূর্ণভাবে রাশিয়ান ফেডারেশন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’
মিশুস্তিন রাশিয়ান ফেডারেশন সরকার এবং তার নিজের পক্ষ থেকে অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পদে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্ব পালনের জন্য তার এই নিয়োগ।
তিনি বলেন, বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার চেতনায় বিকশিত হচ্ছে।
মিশুস্তিন অধ্যাপক ইউনূসের সুস্বাস্থ্য, মঙ্গল এবং দায়িত্বশীল কর্মকাণ্ডে তার সাফল্য কামনা করেন।
আরও পড়ুন: রাশিয়ার ৮২টি বসতি নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন
বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক জোরদারে আশাবাদ ব্যক্ত করেছেন ল্যাভরভ
৩ মাস আগে