আব্দুল খালেক
খুলনায় সাবেক মেয়র আব্দুল খালেকসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা
খুলনার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) দুপুরে নগরীর খালিশপুর থানায় মামলাটি দায়ের করেন নগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইলিয়াস শেখ।
আরও পড়ুন: সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে ডাক বিভাগের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবে দুদক
মামলার অন্য আসামিরা হলেন- খুলনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মহানগর সাধারণ সম্পাদক এম ডিএ বাবুল রানাসহ আওয়ামী লীগের ৭৫ জন নেতা।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শিবির নেতা হত্যা: সাবেক মেয়র লিটনসহ ১২৫০ জনের বিরুদ্ধে মামলা
৪ মাস আগে