মানুয়েল নয়ার
ক্যারিয়ারের প্রথম লাল কার্ডের পর দুই ম্যাচ নিষিদ্ধ নয়ার
প্রায় দুই দশকের ফুটবল ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখার পর এবার অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বায়ার্ন মিউনিখ অধিনায়ক মানুয়েল নয়ার।
এর ফলে ঘরোয়া ফুটবলে বায়ার্ন মিউনিখের হয়ে ৩৮ বছর বয়সী এই গোলরক্ষক পরের দুই ম্যাচ অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।
আলিয়ান্স আরেনায় মঙ্গলবার রাতে জার্মান কাপের শেষ ষোলোর ম্যাচের সপ্তদশ মিনিটে বক্স থেকে বেরিয়ে বায়ের লেভারকুজেন উইংব্যাক জেরেমি ফ্রিম্পংকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নয়ার। ২০০৪ সালে পেশাদার ফুটবলে যাত্রা শুরুর পর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সেটিই ছিল তার প্রথম লাল কার্ড দেখে মাঠ ছাড়ার অভিজ্ঞতা।
আরও পড়ুন: এবার বিদায় বলে দিলেন নয়ার
শুরুতেই দশজনের দলে পরিণত হওয়ার পর ম্যাচজুড়ে আধিপত্য ধরে রাখলেও শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে যায় বায়ার্ন মিউনিখ। ফলে এবারও জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে আর ওঠা হয়ে ওঠেনি সর্বোচ্চ ২০ বারের চ্যাম্পিয়নদের।
ওই ঘটনার ভিডিও বিশ্লেষণ করে বৃহস্পতিবার তাকে দুই ম্যাচ নিষিদ্ধের কথা জানিয়েছে ডিএফবি। তবে শুধু ঘরোয়া কাপে এই নিষেধাজ্ঞা দেওয়ায় আগামী মৌসুমের জার্মান কাপে কার্যকর হবে তার এই শাস্তি।
এদিকে, চলতি মৌসুম শেষেই বায়ার্নের সঙ্গে নয়ারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তিনি যদি আর তা নবায়ন না করেন কিংবা জার্মান ফুটবল ছেড়ে অন্য কোনো দেশে পাড়ি জমান, তাহলে এই শাস্তি আর তাকে ভোগ করতে হবে না।
১ সপ্তাহ আগে
এবার বিদায় বলে দিলেন নয়ার
বয়স বেড়ে চললেও বিশ্রাম নেওয়ার কথা যেন ভুলেই গিয়েছিলেন জার্মান ফুটবল দলের অধিনায়ক ও গোলরক্ষক মানুয়েল নয়ার। তবে জাতীয় দলের জার্সিতে ১৫টি বসন্ত পার করে এবার আন্তার্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।
২০০৯ সালে জার্মানির জাতীয় দলে অভিষেক হয় ৩৮ বছর বয়সী এই গোলরক্ষকের। এরপর থেকে দলটির গোলপোস্টের নিচে এতদিন একক আধিপত্য বিস্তার করে ছিলেন তিনি। মাঝে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ২০১৪ সালের বিশ্বকাপও জেতেন তিনি।
গত ১৫ বছরে জাতীয় দলের জার্সিতে ১২৪ ম্যাচ খেলেছেন নয়ার, যার মধ্যে ৪৯ ম্যাচেই গোলপোস্ট অক্ষত রাখতে সক্ষম হয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে নয়ার লেখেন, ‘জার্মান জাতীয় দলে আমার শেষ দিন আজ। আমাকে যারা চেনেন, তারা নিশ্চয় জানেন যে কতটা গুরুত্বের সঙ্গে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’
‘শারীরিকভাবে আমি এখনও পুরোপুরি ফিট, তাই আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সবাই আমাকে (দলে) থেকে যেতে বলেছিলেন। তবে আমার কাছে জাতীয় দলের অধ্যায় শেষ করার এটাই উপযুক্ত সময় বলে মনে হয়েছে।’
আরও পড়ুন: বার্সা ছাড়ার গুঞ্জনের মাঝেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গুন্ডোগান
নয়ারের অবসরের ঘোষণার পর জার্মান ফুটবল ফেডারেশন থেকে তাকে ‘সর্বকালের সেরা গোলরক্ষকদের একজন’ খেতাব দিয়ে বিদায় জানানো হয়েছে।
এক বিবৃতিতে ফেডারেশন লিখেছে, ‘তোমার জন্য লেখা সব শব্দই ছোট হয়ে যাবে। তবে তার সবই হৃদয় থেকে লিখছি: ধন্যবাদ মানু (মানুয়েল)।’
‘তোমার অনন্য, অসামান্য সাফল্যের জন্য অভিনন্দন। বিশেষ করে দল ও সতীর্থদের জন্য তোমার উৎসর্গ, বন্ধুত্ব এবং কোটি কোটি ভক্ত ও ফুটবলারদের জন্য তুমি অনুপ্রেরণা হয়ে থাকবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গোলকিপিংয়ের ধরনই বদলে দিয়েছ তুমি, যেমনটি করেছ দলের খেলায়। একজন অধিনায়ক হিসেবে, রোল মডেল হিসেবে, বিশ্বচ্যাম্পিয়ন ও একজন বন্ধু হিসেবে আমরা তোমাকে মিস করব।’
মাঠে নেমে শুধু গোলপোস্ট রক্ষা করাই নয়, একজন ডিফেন্ডারের কাজও করে গোলকিপিংয়ে নতুন যুগের সূচনাকারীদের একজন হয়ে ওঠেন নয়ার। তিনি মাঠে থাকলে বাড়তি সুবিধা পায় তার সতীর্থরা।
আরও পড়ুন: আবেগী পোস্টে ফুটবলকে বিদায় জানালেন ক্রুস
তার জার্মান সতীর্থ ইলকাই গুন্ডোগান অবসরের ঘোষণা দেওয়ার দুদিন পর তিনিও বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়ে দিলেন।
এর আগে, ইউরো আসর শেষে অবসরের ঘোষণা দেন টমাস মুলার ও টনি ক্রুস। তারপর থেকে জার্মান জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলাররা একে একে অবসরের ঘোষণা দিতে শুরু করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন নয়ার।
তবে জাতীয় দল ছাড়লেও ক্লাবে খেলা চালিয়ে যাবেন তিনি।
৩ মাস আগে