৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) কর্মসূচি গ্রহণ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।
বুধবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচি অনুযায়ী ৩১ আগস্ট দেশের সব মহানগরী, জেলা ও উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১ সেপ্টেম্বর সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, ফাতেহা পাঠ এবং সকাল ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
এছাড়া ২ সেপ্টেম্বর সব মহানগরী, জেলা ও উপজেলায় র্যালি বের করা হবে। ৩ সেপ্টেম্বর মহানগরী জেলা, উপজেলা ও ইউনিয়ন এলাকার জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে এবং ৪ সেপ্টেম্বর সারাদেশে বৃক্ষরোপণ অভিযান শুরু হবে।
কেন্দ্রীয় কর্মসূচি ছাড়াও বিএনপির সহযোগী ও সারাদেশে সহযোগী সংগঠনগুলো যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন করবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো পোস্টার ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি নিয়ে জিয়াউর রহমান বিএনপি গঠন করেন। কয়েক মেয়াদে দেশ শাসন করেছে বিএনপি।
৪ মাস আগে