খায়রুল
হাসিনা-সাবেক প্রধান বিচারপতি খায়রুলের বিরুদ্ধে হত্যা মামলা
মিরপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি করে বেসরকারি কোম্পানির অফিস সহকারী ফিরোজ তালুকদারকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকসহ আরও তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মো. মেহেদী হাসানের আদালতে মামলাটি করেন নিহতের স্ত্রী রেশমা সুলতানা।
আদালত তার জবানবন্দি রেকর্ড করেন এবং মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মামলার এজাহারে বলা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য অজ্ঞাতনামা সহযোগীদের নির্দেশে পুলিশ, র্যাব, বিজিবি ও তৎকালীন ক্ষমতাসীন দলের কিছু সদস্যকে ব্যবহার করে শিক্ষার্থী ও জনসাধারণের ওপর হামলা চালায়।
আন্দোলন চলাকালে ১৯ জুলাই সন্ধ্যায় ফিরোজ তালুকদার মিরপুর-১০ এলাকা দিয়ে যাওয়ার সময় র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে বিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩ মাস আগে