'লাল' পাসপোর্ট
শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-সংসদ সদস্যদের কূটনৈতিক 'লাল' পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত
বর্তমান সংসদ ভেঙে যাওয়ার পর সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য কর্মকর্তাদের কূটনৈতিক পাসপোর্ট (লাল পাসপোর্ট) বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও অভিবাসন বিভাগ) আলী রেজা সিদ্দিকী বলেন, 'সক্রিয় কোনো পার্লামেন্ট না থাকায় এবং বর্তমানে কেউ মন্ত্রী বা এমপি না থাকায় তাদের পাসপোর্ট বাতিল করা হবে।’
এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এরইমধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে (ডিআইপি) মৌখিক নির্দেশনা জারি করা হয়েছে।
এছাড়াও সচিব পদমর্যাদার সমতুল্য পদে যারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তাদের অনেকেরই চুক্তি বাতিল করা হয়েছে বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছে সরকার।
আলী রেজা সিদ্দিকী বলেন, এসব পাসপোর্ট যাতে আর সচল না থাকে, সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ স্বেচ্ছায় পাসপোর্ট জমা না দিলে তা নিষ্ক্রিয় করে দেওয়া হবে।’
তবে বর্তমান লাল পাসপোর্টধারীদের সঠিক সংখ্যা জানাতে পারেননি সিদ্দিকী।
গত ৫ আগস্ট ছাত্র ও গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ মাস আগে