আন্তোনি
প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ: ব্রাজিল পুলিশের তদন্তে নির্দোষ আন্তোনি
সাবেক প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে হওয়া মামলার প্রাথমিক তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলীয় ফরোয়ার্ড আন্তোনি। তবে প্রাথমিক তদন্ত শেষ হলেও মামলাটির কার্যক্রম চলবে বলে জানা গেছে।
গত বছরের সেপ্টেম্বরে আন্তোনির সাবেক প্রেমিকা গাব্রিয়েলা কাভালিন তরুণ এই ফুটবলারের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন। অবশ্য শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন আন্তোনি। সেসময় তিনি গ্রেপ্তার না হলেও ব্রাজিল ও ইংল্যান্ডে তার বিরুদ্ধে মামলা ও অপরাধের তদন্ত চলছে।
খেলোয়াড়ের আইনজীবীদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার (২০ আগস্ট) সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের আলোকে নিশ্চিত করা যাচ্ছে যে, বিবাদী অ্যান্তোনি মাথিউস দস সান্তোসের বিরুদ্ধে (ব্রাজিল) পুলিশের তদন্তটি কোনো অভিযোগ না পেয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিবাদীপক্ষ সবসময় বিশ্বাস করে যে, তদন্তগুলো আন্তোনিকে নির্দোষ প্রমাণ করবে।
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এবার ইতালিতে পাড়ি জমালেন ভারান
তবে পুলিশি তদন্তে কোনো অভিযোগ পাওয়া না গেলেও মামলাটি এখনও বাতিল করা হয়নি। কারণ বাদীপক্ষ থেকে এখনও এটি পর্যালোচনা করা হচ্ছে। শুধু থাই নয়, এ বিষয়ে আরও একটি তদন্ত শুরু হতে পারে, যা শেষ হওয়ার পরই (আদলত থেকে) চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে ৮২ মিলিয়ন পাউন্ডের (৯৫ মিলিয়ন ইউরো) বিনিময়ে ডাচ ক্লাব আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন আন্তোনি। এটি সেসময় ডাচ লিগের সর্বোচ্চ দলবদল ফি ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডেরও দ্বিতীয় সর্বোচ্চ দলবদল ফি ছিল এটি।
এর এক বছর পর ২০২৩ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতির সময় আন্তোনির বিরুদ্ধে ওই অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করে ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল।
এরপর রায়সা দে ফ্রেইতাস ও ইনগ্রিদ লানা নামের দুই নারীও তার বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ তোলেন। ম্যানচেস্টারের একটি হোটেলে এই অভিযোগগুলোর একটি ঘটেছে বলে জানায় গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।
আরও পড়ুন: ইউটিউবে যাত্রা শুরু রোনালদোর
সেসময় ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে বলা হয়, তারা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে।
পরবর্তীতে ওই বছরের ১০ সেপ্টেম্বর আন্তোনিকে পুরো বেতনসহ ছুটি দেয় ক্লাবটি। এরপর ম্যানচেস্টার পুলিশের কাছে জেরার পর ২৯ সেপ্টেম্বর থেকে পুনরায় প্রশিক্ষণ শুরু করেন তিনি। পরে অক্টোবরের শুরুতে তিনি মাঠে ফেরেন।
এ বছরের জানুয়ারিতে ইউনাইটেড কোচ এরিক টেন হাগ জানান, ওই ঘটনা আন্তোনির ফর্মে প্রভাব ফেলেছে।
৩ মাস আগে