যশোর জেলা ছাত্রলীগ
ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোলে আটক যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে (৩৫) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পাসপোর্ট-ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় আটত হন তিনি।
তানজীব নওশাদ পল্লব যশোরের সদর থানার পুরাতন কসবা এলাকার সাইফুজ্জামানের ছেলে।
আরও পড়ুন: সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক
বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, ‘তানজীব পাসপোর্ট–ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় বিজিবি সদস্যদের হাতে আটক হন। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে আটক করা হয়েছে। সব সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। এসব সীমান্ত দিয়ে কোনো অপরাধী অবৈধভাবে অনুপ্রবেশ না করতে পারে সেক্ষেত্রে কঠোর নিরাপত্তা জোরদার করেছি। সীমান্তের প্রতিটি বিওপি পোস্টে প্যাট্রল ও অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।’
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম বলেন, ‘বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যে সমস্ত পাসপোর্ট যাত্রীরা ভারতে যাচ্ছেন তাদের গোয়েন্দা সংস্থার পাশাপাশি ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত কর্মকর্তারাও জিজ্ঞাসাবাদ করছেন।’
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্র জব্দ, আটক ১
টেকনাফের আলোচিত বদি চট্টগ্রামে আটক
৪ মাস আগে