৯০০ জন
সিরাজগঞ্জে সাবেক এমপি ও সাবেক মন্ত্রিপরিষদ সচিবসহ ৯০০ জনের বিরুদ্ধে তিন মামলা
বৈষম্যবিরোধী আন্দোলনে সিরাজগঞ্জে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মী হত্যার ঘটনায় পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় সাবেক দুই সংসদ সদস্য, সাবেক মন্ত্রিপরিষদ সচিবসহ প্রায় ৯০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
নিহতদের স্বজনরা বাদী হয়ে বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগদত রাত ১২টার দিকে সিরাজগঞ্জ সদর থানায় মামলাগুলো দায়ের করেছেন।
তিন মামলায় সাবেক এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে প্রধান আসামি ও সাবেক এমপি জান্নাত আরা হেনরী, তার স্বামী লাবুসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে।
আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন
আসামিদের মধ্যে ডা. হাবিবে মিল্লাত মুন্না, ড. জান্নাত আরা হেনরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সাবেক পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ ৪৬৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।
আসামির তালিকায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরাও রয়েছেন। এছাড়া তিন মামলায় আরও ৪৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট তিনজনকে পিটিয়ে, গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের স্ত্রী, বাবা ও বোন বাদী হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করেন।’
তিনি আরও বলেন, ‘মামলায় সাবেক দুই এমপি, সাবেক মন্ত্রিপরিষদ সচিবসহ প্রায় ৯০০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু করা হয়েছে।’
আরও পড়ুন: মাগুরার সাবেক দুই সংসদ সদস্যসহ ২১৭ জনের নামে মামলা
ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোলে আটক যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
২ মাস আগে