রমেশ কারাগারে
ঠাকুরগাঁওয়ে ৭৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা, সাবেক মন্ত্রী রমেশ কারাগারে
ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিদগ্ধ হয়ে চারজনের মৃত্যুর ঘটনায় সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা, সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাসহ ৭৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) রাতে মো. জাকির হোসেন ঠাকুরগাঁও সদর থানায় মামলাটি দায়ের করেন।
জাকির হোসেন সদর উপজেলার মাদারগঞ্জ আরাজী পাইকপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।
মামলার এজাহারে ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলাটি করা হয় বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।
মামলার এজাহারে বলা হয়, ৫ আগস্ট বিকালে আসামিরা রাকিবুল হাসান (রকি), আল মামুন, শাওন পারভেজ ও আবু রায়হানকে আন্দোলনে অংশ না নিতে বলেন। তারা অস্বীকৃতি জানালে তাদের একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়। পরে দুষ্কৃতিকারীরা বাইরে একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান রকিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে আরও উন্নত চিকিৎসার জন্য সেখানকার চিকিৎসক ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠায়। গত ১০ আগস্ট ভোর ৬টায় রাকিবুল হাসান রকি মারা যান। আর আল মামুন ঠাকুরগাঁও থেকে ঢাকা যাওয়ার পথে মারা যান। শাওন, পারভেজ ও আবু রায়হান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোলে আটক যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
অগ্নিদগ্ধ হয়ে নিহত রাকিবুল হাসান রকির বাবা মো. জাকির হোসেনের দায়ের করা হত্যা মামলায় সাবেক মেয়রকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক নিত্যানন্দ সরকার তাকে কারাগারে পাঠান।
এছাড়া বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বোদা থানা এলাকা থেকে সাবেক মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দিনই নিহত রকিবুল হাসান রকির বাবা জাকির হোসেনের দায়ের করা হত্যা মামলায় তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নিত্যানন্দ সরকার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায় মামলার প্রধান আসামি রমেশ চন্দ্র সেনকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কারাগারে পাঠান।
আরও পড়ুন: মাগুরার সাবেক দুই সংসদ সদস্যসহ ২১৭ জনের নামে মামলা
৩ মাস আগে