আবদুল আউয়াল
১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব ১৭ বছর পর সচল করা হয়েছে।
২০০৭ সালের ১ আগস্ট মিন্টু, তার স্ত্রী নাসরিন আউয়াল ও ছেলে তাবিথ আউয়ালের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।
গত ২২ আগস্ট এক চিঠিতে মিন্টু, তার স্ত্রী ও ছেলের ব্যাংক হিসাব সচল করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় এনবিআর।
আরও পড়ুন: সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গঠিত প্যানেলের সুপারিশের ভিত্তিতে সিআইসি কর্মকর্তারা ওই সময় এ আদেশ জারি করেন।
ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুও সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
খালেদা জিয়ার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে তার অ্যাকাউন্টে লেনদেনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় এনবিআর।
এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘মিন্টু নিজেই তার অ্যাকাউন্ট সচল করার জন্য আমাদের কাছে আবেদন করেছিলেন।’
আরও পড়ুন: বিএসইসির সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ব্যাংক হিসাব জব্দ
জাহিদ মালেক ও কম্পিউটার ওয়ার্ল্ড বিডির চেয়ারম্যান আলী শিকদারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
৩ মাস আগে