দিনাজপুর
দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভানু রানী রায় নামে ১৫ মাসের শিশু কন্যার মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) উপজেলার শতগ্রাম ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভানু রানী রায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দেবারুপাড়া এলাকায় ধর্ম নারায়ণ রায়ের মেয়ে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে ভানুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বসতবাড়ি সংলগ্ন পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনরা।
শতগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওমর আলী বলেন, ‘অভিভাবকরা বাসার কাজে ব্যস্ত থাকায় অসাবধানতার করণে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।’
বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে শিশুর লাশ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।’
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৪ মাস আগে