জাতীয়তাবাদী ছাত্রদল নেতা
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রদল নেতার খোঁজ নিলেন তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত বনানী থানা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মোবারক হোসেনের খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ সেলের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
রবিবার (২৫ আগস্ট) বিকালে কুর্মিটোলা হাসপাতালে আহত এই শিক্ষার্থীর খোঁজ-খবর নিতে যান ‘আমরা বিএনপি পরিবারের’ একটি প্রতিনিধি দল।
আরও পড়ুন: তারেক রহমানের সাবেক পিএস অপু জামিনে মুক্ত
প্রতিনিধি দলে ছিলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্মসম্পাদক মিনার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক রুবেল পারভেজ এবং মহানগর উত্তর ছাত্রদল নেতা আসাদুল ইসলাম আসাদ।
গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কুড়িল বিশ্বরোডে সামনে থেকে করা গুলিতে আহত হন ছাত্রদল নেতা মোবারক হোসেন।
আরও পড়ুন: শিক্ষার্থী-আন্দোলনকারীদের তারেক রহমানের অভিনন্দন
৩ মাস আগে