ব্রাহিম দিয়াস
আতলেতিকোর অপরাজেয় যাত্রা থামিয়ে ‘মাইলফলক’ রাঙাল রিয়াল
সবশেষ চারবারের দেখায় আতলেতিকো মাদ্রিদকে হারাতে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে এসে অবশেষে দলটির সেই অপরাজেয় যাত্রা থামিয়েছে টুর্নামেন্টের ইতিহাসের সফলতম দলটি।
মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবেউতে শেষ ষোলোর প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বীদের ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরুতেই দুর্দান্ত এক গোল করে রদ্রিগো রিয়ালকে এগিয়ে নেওয়ার পর ৩২তম মিনিটে হুলিয়ান আলভারেসের দর্শনীয় গোলে সমতায় ফেরে আতলেতিকো। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের পার্থক্য গড়া গোলটি করেন রিয়ালের স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাহিম দিয়াস।
এই জয়ে অল্প ব্যবধানে হলেও আতলেতিকোর চেয়ে এগিয়ে রইল রিয়াল মাদ্রিদ। আগামী বুধবার ফিরতি লেগে আতলেতিকোর মাঠে খেলতে নামবে শিরোপাধারীরা।
আরও পড়ুন: আর্জেন্টাইন স্পাইডারম্যানের গোলে শীর্ষে উঠল আতলেতিকো মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগে ৫০০তম ম্যাচে খেলতে নেমে রেকর্ড গড়ার রাতে চতুর্থ মিনিটে গোল করে শুরুতেই এদিন উত্তেজনার পারদ চড়িয়ে দেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় উইঙ্গার রদ্রিগো। নিজেদের অর্ধ থেকে ফেদেরিকো ভালভের্দের ডান পাশের টাচলাইন ধরে বাড়ানো পাস ধরে দুর্দান্ত গতিতে এগিয়ে যান রদ্রিগো। এরপর আতলেতিকোর দুই ডিফেন্ডারকে ড্রিবল করে বক্সে ঢুকে দূরের পোস্টে অসাধারণ এক শট নেন তিনি, আর ঝাঁপিয়ে পড়া ইয়ান ওবলাকের আওতার বাইরে দিয়ে গিয়ে জালে জড়িয়ে যায় বল। ফলে উল্লাসে ফেটে পড়ার উপক্রম হয় বের্নাবেউ।
এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে রদ্রিগোর ২৫তম গোল। এর ফলে পঞ্চম কনিষ্ঠ ফুটবলার হিসেবে ২৫ গোল করার রেকর্ড গড়লেন তিনি। ২৪ বছর ৫৪ দিন বয়সে এই কীর্তি গড়া রদ্রিগোর উপরে রয়েছেন রাউল গন্সালেস (২৩ বছর ২৫২ দিন), লিওনেল মেসি (২২ বছর ২৮৬ দিন), কিলিয়ান এমবাপ্পে (২২ বছর ৮০ দিন) ও আর্লিং হালান্ড (২২ বছর ৪৭ দিন)।
৪০ দিন আগে
রিয়ালকে হারিয়ে বিপদ বাড়িয়ে দিল বেতিস
বার্সেলোনার সঙ্গে ব্যবধান বাড়িয়ে তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বেতিসের মাঠে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তবে শুরতে এগিয়ে গিয়েও ধারহীন পারফরম্যান্সে ম্যাচটি হেরে তিন পয়েন্ট তো খুইয়েছেই, উল্টো বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদকে আগে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছে কার্লো আনচেলত্তির দল।
আন্দালুসিয়ার বেনিতো ভিয়ামারিন স্টেডিয়ামে শনিবার (১ মার্চ) লা লিগার ২৬তম রাউন্ডের ম্যাচটি রিয়াল বেতিসের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ।
এই হারে ফের তিনে নেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে গতবারের শিরোপাজয়ীদের। হারের ফলে ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে এখনও বার্সেলোনার সঙ্গে পয়েন্ট সমতায় দুইয়ে আছে রিয়াল, তবে আগামীকাল নিজেদের ম্যাচটি জিতে তাদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বার্সেলোনার। এছাড়া, ৫৩ পয়েন্ট নিয়ে তিনে থাকা আতলেতিকো মাদ্রিদের সামনেও সুযোগ এসেছে দুইয়ে ওঠার। নিজেদের ম্যাচটি জিতে তারাও নগর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে যেতে পারে।
নিজেদের ম্যাচে চারে থাকা আথলেতিক বিলবাউয়ের বিপক্ষে কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে দিয়েগো সিমিওনের শিষ্যরা।
আরও পড়ুন:আট গোলের থ্রিলারে শেষ হাসি আতলেতিকো মাদ্রিদের
বেতিসের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন ব্রাহিম দিয়াস। কিন্তু দুই অর্ধে দুই গোল খেয়ে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ, যা থেকে পরে আর ঘুরে দাাঁড়ানো সম্ভব হয়নি দলটির।
বেনিতো ভিয়ামারিনে এদিন সাবধানি শুরু করে দুদলই। যথেষ্ট সতর্কতার সঙ্গে গোলের সুযোগ তৈরির চেষ্টা করায় কিছুটা ধীরগতিতে শুরু হয় খেলা। তবে দশম মিনিটে চকিতে আক্রমণে উঠে গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। অবশ্য এই গোলে অ্যাসিস্টের জন্য ফেরলঁ মদিঁর নাম থাকলেও মূল কারিগর ছিলেন তারই জাতীয় দলের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে।
সতীর্থের কাছ থেকে বল পেয়ে বেতিসের বক্সের কিছুটা ওপর থেকে প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে বক্সের মধ্যে বাঁ দিকে অসাধারণ এক পাস বাড়ান এমবাপ্পে। এরপর ছুটে গিয়ে বল ধরে গোলমুখে ক্রস দেন মদিঁ, আর ট্যাপ-ইনে বল ঠিকানায় পাঠিয়ে দেন বেলিংহ্যামের নিষেধাজ্ঞায় তার পজিশনে একাদশে সুযোগ পাওয়া দিয়াস।
৪৩ দিন আগে
এমবাপ্পে না পারলেও অভিষেকে গোল এন্দ্রিকের, জয়ে ফিরল রিয়াল
প্রথম ম্যাচে ড্র করার পর লা লিগায় চলতি মৌসুমে প্রথম ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। তুলনামূলক দুর্বল রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচের বেশিরভাগ সময় ধীরগতির ফুটবল খেলেও দারুণ জয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল।
রবিবার (২৫ আগস্ট) বের্নাবেউতে ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলে জিতে জয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের ৫০তম মিনিটে ফেদেরিকো ভালভার্দের ফ্রি কিক থেকে করা গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ৮৮ ও যোগ করা সময়ের শেষ মিনিটে দুই গোল করেন বদলি হিসেবে নামা দুই খেলোয়াড় ব্রাহিম দিয়াস ও এন্দ্রিক।
এদিন নতুন মৌসুমে সান্তিয়াগো বের্নাবেউতে প্রথম ম্যাচ খেলতে নামে রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে লা লিগায় ঘরের মাঠে অভিষেক হয় কিলিয়ান এমবাপ্পের। এছাড়া ম্যাচের ৮৬তম মিনিটে অভিষেক হয় এন্দ্রিকের। তবে ম্যাচের প্রায় পুরোটা সময় খেলে এমবাপ্পে গোল না পেলেও তার পরিবর্তে মাঠে নেমে অভিষেক ম্যাচেই গোল আদায় করে নিয়েছেন এন্দ্রিক।
রিয়ালের নতুন নম্বর ৯ এবং ব্রাজিলের পরবর্তী সম্ভাব্য মহাতারকা হিসেবে আলোচনায় আসা এন্দ্রিকের অভিষেক ম্যাচে উপস্থিত ছিলেন লস ব্লাঙ্কোসদের সাবেক নম্বর ৯ ব্রাজিল গ্রেট রোনালদো নাজারিও। তবে প্রতিপক্ষ দলের হয়ে মাঠে এসেছিলেন তিনি। ভায়াদোলিদের মালিকদের একজন রোনালদো।
আরও পড়ুন: মৌসুমের শুরুতেই বেলিংহ্যামকে হারাল রিয়াল মাদ্রিদ
ম্যাচের শুরু থেকেই তুলনামূলক শক্তিশালী রিয়াল মাদ্রিদ আক্রমণে উঠতে থাকে, আর রক্ষণাত্মক ফুটবলে মনোযোগী হয় ভায়াদোলিদ।
ম্যাচের নবম মিনিটে প্রথম সুযোগ তৈরি করে রিয়াল। মাঝমাঠে নিজেদের অর্ধ থেকে উড়ন্ত লম্বা পাস দিলে দ্রুগতিতে বলের কাছে পৌঁছে প্রতিপক্ষের বক্সের মধ্যে বাঁ পাশ থেকে বল ধরেন এমবাপ্পে। প্রথম ছোঁয়াতেই তিনি লক্ষ্যে শট নিলে ঝাঁপিয়ে তা প্রতিহত করেন লা লিগার প্রথম রাউন্ডে গোল না খাওয়া একমাত্র গোলরক্ষক কার্ল হাইন।
২৩১ দিন আগে