ফেদেরিকো ভালভার্দে
এমবাপ্পে না পারলেও অভিষেকে গোল এন্দ্রিকের, জয়ে ফিরল রিয়াল
প্রথম ম্যাচে ড্র করার পর লা লিগায় চলতি মৌসুমে প্রথম ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। তুলনামূলক দুর্বল রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচের বেশিরভাগ সময় ধীরগতির ফুটবল খেলেও দারুণ জয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল।
রবিবার (২৫ আগস্ট) বের্নাবেউতে ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলে জিতে জয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের ৫০তম মিনিটে ফেদেরিকো ভালভার্দের ফ্রি কিক থেকে করা গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ৮৮ ও যোগ করা সময়ের শেষ মিনিটে দুই গোল করেন বদলি হিসেবে নামা দুই খেলোয়াড় ব্রাহিম দিয়াস ও এন্দ্রিক।
এদিন নতুন মৌসুমে সান্তিয়াগো বের্নাবেউতে প্রথম ম্যাচ খেলতে নামে রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে লা লিগায় ঘরের মাঠে অভিষেক হয় কিলিয়ান এমবাপ্পের। এছাড়া ম্যাচের ৮৬তম মিনিটে অভিষেক হয় এন্দ্রিকের। তবে ম্যাচের প্রায় পুরোটা সময় খেলে এমবাপ্পে গোল না পেলেও তার পরিবর্তে মাঠে নেমে অভিষেক ম্যাচেই গোল আদায় করে নিয়েছেন এন্দ্রিক।
রিয়ালের নতুন নম্বর ৯ এবং ব্রাজিলের পরবর্তী সম্ভাব্য মহাতারকা হিসেবে আলোচনায় আসা এন্দ্রিকের অভিষেক ম্যাচে উপস্থিত ছিলেন লস ব্লাঙ্কোসদের সাবেক নম্বর ৯ ব্রাজিল গ্রেট রোনালদো নাজারিও। তবে প্রতিপক্ষ দলের হয়ে মাঠে এসেছিলেন তিনি। ভায়াদোলিদের মালিকদের একজন রোনালদো।
আরও পড়ুন: মৌসুমের শুরুতেই বেলিংহ্যামকে হারাল রিয়াল মাদ্রিদ
ম্যাচের শুরু থেকেই তুলনামূলক শক্তিশালী রিয়াল মাদ্রিদ আক্রমণে উঠতে থাকে, আর রক্ষণাত্মক ফুটবলে মনোযোগী হয় ভায়াদোলিদ।
ম্যাচের নবম মিনিটে প্রথম সুযোগ তৈরি করে রিয়াল। মাঝমাঠে নিজেদের অর্ধ থেকে উড়ন্ত লম্বা পাস দিলে দ্রুগতিতে বলের কাছে পৌঁছে প্রতিপক্ষের বক্সের মধ্যে বাঁ পাশ থেকে বল ধরেন এমবাপ্পে। প্রথম ছোঁয়াতেই তিনি লক্ষ্যে শট নিলে ঝাঁপিয়ে তা প্রতিহত করেন লা লিগার প্রথম রাউন্ডে গোল না খাওয়া একমাত্র গোলরক্ষক কার্ল হাইন।
২ মাস আগে