৮৫ জন
গাজীপুরে শেখ হাসিনাসহ ৮৫ জনের নামে হত্যা মামলা
গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজমিস্ত্রি মঞ্জু মিয়া (৪৩) নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৮৫ জনের নামে হত্যা মামলা করা হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) রাতে গাজীপুর বড়বাড়ী এলাকার মো. ইনছার আলী গাছা থানায় মামলাটি করেন।
আরও পড়ুন: বিডিআর বিদ্রোহ: শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা
তিনি রংপুরের পীরগাছা থানার জুয়ান এলাকার স্থাীয় বাসিন্দা।
মামলায় শেখ হাসিনাসহ প্রথম ১৯ জনকে হুকুমের আসামি করা হয়েছে। মামলায় আরও ৫০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও গাজীপুর মহানগর নেতাদের সঙ্গে রংপুরের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদেরও আসামি করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য টিপু মুন্সি, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাবেক প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইনান।
গাজীপুর গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল বলেন, ‘মামলাটি গত ২৪ আগস্ট রাতে রুজু করা হয়েছে। মামলায় মারাত্মক অস্ত্রশস্ত্রসহ বেআইনিভাবে জনতাকে মারপিট করে গুরুতর জখম করা, গুলি করে খুন এবং হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।’
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে টিসিবির পণ্যবিক্রেতার মৃত্যু: শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা
রংপুরে সংঘর্ষের ঘটনায় শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ৪৫১ জনের নামে মামলা
২ মাস আগে