বহির্বিভাগ
ঢামেকে জরুরি সেবা চালু, বহির্বিভাগে সেবা এখনও বন্ধ
বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা বন্ধ থাকলেও সোমবার বিকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আবার কাজ শুরু হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘জরুরি সেবা চালু থাকলেও চিকিৎসকের সংকট রয়েছে।’
তিনি আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তা দিতে হাসপাতালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনা সদস্য এবং পুলিশ মোতায়েন করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: ঢামেকে মারধর ও ভাঙচুরের প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি
আজ রাত ৮টার পর নির্ধারণ করা হবে বহির্বিভাগ পুনরায় চালু হবে কিনা।
এর আগে গত ৩১ আগস্ট ঢামেক হাসপাতালে এক রোগীর মৃত্যু হলে চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে তিনজন চিকিৎসককে হাসপাতালের ভিতরে মারধর করেন স্বজনরা। এর প্রতিবাদে কর্মবিরতির ডাক দেয় চিকিৎসকরা।
অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা পক্ষ থেকে নিরাপত্তা এবং চিকিৎসকদের ওপর নির্যাতনকারীদের গ্রেপ্তারের আশ্বাসের পর তারা দেশজুড়ে চিকিৎসা সেবার 'কমপ্লিট শাটডাউন' আহ্বান প্রত্যাহার করে নেন।
ইতোমধ্যে দু'জনকে গ্রেপ্তার করা হয় এবং হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জ্যেষ্ঠ আনসার সদস্য মাহবুবুর রহমান বলেন, জরুরি বিভাগে মাত্র দুই-তিনজন চিকিৎসক আছেন এবং তারা নিরাপত্তার উদ্বেগের মধ্যেই সেবা দিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: ঢামেকে চিকিৎসকদের ওপর হামলা: গাইবান্ধা থেকে গ্রেপ্তার ১
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন
২ মাস আগে