উন্নতির সম্ভাবনা
ব্রহ্মপুত্র-যমুনার পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকতে পারে এবং যমুনা নদীর পানি কমতে পারে।
এছাড়াও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদ্মা নদীর পানির স্তরও অপরিবর্তিত থাকতে পারে বা কমতে পারে।
অন্যদিকে, দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির স্তর বাড়ছে।
আগামী ৪৮ ঘণ্টায় নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজ থাকতে পারে এবং তা বিপৎসীমার নিচেই থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: দেশজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর
এছাড়াও কুশিয়ারা নদীর পানি বাড়লেও কমছে সুরমা নদীর পানি। আগামী ২৪ ঘণ্টায় অবস্থা অপরিবর্তিত থাকতে পারে।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগে সাঙ্গু নদীর পানি বাড়ছে। অন্যান্য প্রধান নদ-নদীর পানি কমছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় এ অঞ্চলের প্রধান নদী মুহুরী, গোমতী, সাঙ্গু, মাতামুহুরী প্রভৃতি নদীর পানি কমতে পারে।
এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, সোমবার পর্যন্ত আরও আটজনের মৃত্যুর মধ্য দিয়ে ১১ জেলায় সাম্প্রতিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে।
নতুন করে নিহতদের মধ্যে ফেনী ও কুমিল্লায় তিনজন এবং নোয়াখালীতে দুজন মারা গেছেন।
এ পর্যন্ত ফেনীতে ২৬ জন, কুমিল্লায় ১৭ জন, চট্টগ্রামে ৬ জন, নোয়াখালীতে ১১ জন, কক্সবাজারে ৩ জন এবং ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও লক্ষ্মীপুরে ১ জন করে মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭
শুক্রবারও মেট্রোরেল চালুর প্রস্তুতি নিচ্ছি: ডিএমটিসিএল এমডি
২ মাস আগে