গ্রেপ্তার সঞ্জয়
ঢামেকে চিকিৎসকদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার সঞ্জয়কে আনা হচ্ছে ঢাকায়
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার সঞ্জয় পালকে গাইবান্ধা থেকে ঢাকায় আনা হচ্ছে।
সোমবার (২ সেপ্টেম্বর) রাতেই তাকে ঢাকায় আনা হবে বলে জানান গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।
আরও পড়ুন: ঢামেকে চিকিৎসকদের ওপর হামলা: গাইবান্ধা থেকে গ্রেপ্তার ১
ওসি মাসুদ রানা বলেন, ঢাকা থেকে পুলিশ গাইবান্ধায় এলে আজ (সোমবার) রাতেই সঞ্জয়কে তাদের হাতে হস্তান্তর করা হবে।
এর আগে ঢাকা থেকে বিশেষ বার্তা পেয়ে সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সঞ্জয় পাল গাইবান্ধা শহরের সরকার পাড়ার রঞ্জিত পালের ছেলে।
ঢাকা মেডিকেলের (ঢামেক) অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন।
আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার
এদিকে সঞ্জয় পালকে গ্রেপ্তার ও ঢাকা মেডিকেলের ঘটনার প্রতিবাদে সঞ্জয়ের পক্ষে গাইবান্ধায় সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে সঞ্জয় পালকে নির্দোষ দাবি করে তার মুক্তি চাওয়া হয়।
৩ মাস আগে