২৪টি স্বর্ণের বার
ঢাকা বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ দুই নারী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ দুই নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
গ্রেপ্তাররা হলেন- সানিয়া আক্তার ও সালমা বেগম।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৪ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ, আটক ২
শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক মিজানুর রহমান জানান, সোমবার (২ সেপ্টেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দর হয়ে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে।
দুই নারী যাত্রীর গতিবিধি সন্দেহের ভিত্তিতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের ভ্যানিটি ব্যাগ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।
জব্দকৃত স্বর্ণের বারের ওজন জব্দ করা স্বর্ণের ওজন দুই দশমিক ৭৮৪ গ্রাম। যার বাজার মূল্য ২ কোটি ৬৪ লাখ টাকা।
আটক নারীদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: স্বর্ণযুগ ফিরিয়ে আনতে পাটের তৈরি সোনালি ব্যাগ অবদান রাখবে: বস্ত্র ও পাট উপদেষ্টা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা-স্বর্ণালংকার, চলছে গণনা
২ মাস আগে