৯১ জন
সিলেটে শেখ হাসিনাসহ ৯১ জনের নামে হত্যা মামলা
সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিন ইউনিয়নের বারোকোর্ট এলাকায় গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সানি আহমদের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
নিহত সানি আহমদের বাবা সোমবার (২ সেপ্টম্বর) সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের দ্বিতীয় আদালতে মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: ৫ মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া
সানি আহমদের বাবা কয়ছর আহমদ (৫৫) উপজেলার কুমারপাড়া শিলঘাট এলাকার মৃত ওয়াহিত আলীর ছেলে।
মামলায় উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ, বিজিবি, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের কর্মীরা দেশি-বিদেশি অস্ত্র-শস্ত্র দিয়ে অতর্কিত গুলি করতে থাকে। এতে সানি গুলিবিদ্ধ হয়।
এসময় তাকে উদ্ধার করতে গেলে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে সবাই চলে গেলে সানির রক্তাক্ত দেহ ছাত্রজনতা উদ্ধার করে স্থানীয় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সাবেক স্থানীয় সরকার মন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
ছাত্রদল নেতা নুরু হত্যা: ফজলে করিমসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা
২ মাস আগে