অস্ত্র ও গোলাবারুদ
মোহাম্মদপুরে পরিত্যক্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকা থেকে তিনটি পরিত্যক্ত শটগান, ৯৮ রাউন্ড কার্তুজ ও একটি পুলিশ বেল্ট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
গত ৫ আগস্ট রাজধানীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের অংশ এগুলো।
দেশজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানকালে এগুলো উদ্ধার করা হয়।
রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল অভিযান চালিয়ে পরিত্যক্ত এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরের সিনিয়র এএসপি (মিডিয়া) শিহাব করিম জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদগুলো মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্র দখলে জড়িতদের বিচারের আওতায় আনতে র্যাবের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে।
৩ মাস আগে