স্কুলে আগুন
কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে ১৭ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১৩
কেনিয়া, ৬ সেপ্টেম্বর (ইউএনবি)- কেনিয়ার একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে অন্তত ১৭ শিক্ষার্থী নিহত ও ১৩ জন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে (৫ সেপ্টেম্বর) নাইয়েরি কাউন্টির হিলসাইড এন্দারাশা প্রাইমারি একাডেমিতে এ দুর্ঘটনা ঘটে।
ন্যাশনাল পুলিশ সার্ভিসের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো বলেন, ১৪ শিক্ষার্থীকে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তির পর একজনের মৃত্যু হয়।
ওনিয়াঙ্গো টেলিফোনে বলেন, এখন পর্যন্ত ১৭ জন শিক্ষার্থী নিহত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রাবাসের একটি অংশ ধ্বংস হয়ে যাওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
৩ মাস আগে