দুই বংশ
খুলনায় দুই বংশের সংঘর্ষে নিহত ১, আহত ৪
খুলনার তেরখাদায় দুই বংশের সংঘর্ষে মো. ফারুক মীর (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের কোলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষের শঙ্কায় মন্দিরে ১৪৪ ধারা জারি
নিহত ফারুক মধুপুর গ্রামের মো. গাউস মীরের ছেলে। আহতরা হলেন- নুরু মোল্লা (৪০), জসিম মীর (৪০), গাউছ মীর (৭০) ও ইলিয়াছ (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে মধুপুর গ্রামে দুই বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাত পৌনে ৮ টার দিকে কোলা বাজারে দুই বংশের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও চারজন আহত হয়েছে। এছাড়া সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
গাজীরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়-বিএম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১৫৫
গাজীপুরে দুই গ্রুপের সংঘর্ষে কলেজছাত্র নিহত
৩ মাস আগে