দুই ট্রাক
দিনাজপুরে দুই ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত
দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর এক ট্রাকের ধাক্কায় চালকের সহকারী সৌরভ পাহান নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে একই ট্রাকের চালক হাফিজুর রহমান।
কানাগাড়ি বাজার এলাকায় শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটে। সৌরভ জয়পুরহাটের পাঁচবিবির সুলতানপুর গ্রামের হরিপদ পাহানের ছেলে।
আরও পড়ুন: জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
স্থানীয়রা জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে গাছের গুঁড়ি বোঝাই অপর এক ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত হন। আহত হন ট্রাকের চালক। তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আহত চালক হাফিজুর রহমানের অবস্থা গুরুতর। দাঁড়িয়ে থাকা ট্রাকটি ঘটনার পরেই পালিয়ে যায়।
আরও পড়ুন: ফতুল্লায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
৩ মাস আগে