আশাশুনির মানিকখালি সেতু
সাতক্ষীরায় ঘেরের বাসা থেকে যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরার আশাশুনির মানিকখালি সেতুর সামনে ঘেরের বাসা থেকে রাজা সরদার (২০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: আশুলিয়ায় ভ্যানে লাশের স্তূপ, পরিচয় মিলেছে জড়িতদের: পুলিশ
রাজা বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গার শাহিনুর সরদারের ছোট ছেলে।
নিহতের ভাই বাদশা বলেন, ঘের পাহারার জন্য সেখানে যায় রাজা। শুক্রবার সকালে রাজা বাড়িতে না আসায় আমি সেখানে যাই। সেখানে গিয়ে দেখি গলায় রশি দেওয়া অবস্থায় দরজার সামনে পড়ে আছে রাজা।
আশাশুনির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মানিক খালির সেতুর নিচে ঘেরের বাসা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
আরও পড়ুন: সাভারে বাবা-শিশু সন্তানের লাশ উদ্ধার
সিলেটে কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
৩ মাস আগে