শৃঙ্খলা ভঙ্গ
'শৃঙ্খলা ভঙ্গের দায়ে’ আরও ৫৮ ক্যাডেট এসআইকে অব্যাহতি
প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সারদা পুলিশ একাডেমির আরও ৫৮ জন ক্যাডেট উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) এ তথ্য জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
এর আগে গত ২২ অক্টোবর শৃঙ্খলাবিধি লঙ্ঘনের দায়ে ২৫০ জন ক্যাডেট উপপরিদর্শককে (এসআই) একাডেমি থেকে অব্যাহতি দেওয়া হয়।
চলতি বছরের শুরুতে এই প্রশিক্ষণ শুরু হয়েছিল। আগামী ৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।
আরও পড়ুন: রাজনৈতিক নয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৫২ এসআইকে অব্যাহতি: স্বরাষ্ট্র উপদেষ্টা
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ প্রশাসনে সংস্কারের ক্রমবর্ধমান দাবির মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে গত ২৫ অক্টোবর রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে ৫৯ জন প্রশিক্ষণরত উপপরিদর্শককে (এসআই) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় কর্তৃপক্ষ।
১৯৭১ সালে দেশের স্বাধীনতার পর প্রতিষ্ঠিত সারদা পুলিশ একাডেমি বাংলাদেশ পুলিশে নতুন নিয়োগপ্রাপ্তদের প্রাথমিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
এই একাডেমি আইন সমুন্নত রাখা এবং জনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তা তৈরির জন্য দায়বদ্ধ।
আরও পড়ুন: শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২৫০ ক্যাডেট এসআইকে অব্যাহতি
১ মাস আগে
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দৌলতপুরে ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শাখার আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ রতনকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে এর সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
আরও পড়ুন: উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও ৫১ নেতা বহিষ্কার
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সিদ্ধান্তে তাদের বহিষ্কার করা হয়েছে।
এছাড়া একই বিজ্ঞপ্তিতে দলের নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হলেও কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি।
তবে একটি সূত্র বলছে, উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজি ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মারধরের অভিযোগ ওঠে বহিষ্কৃতদের বিরুদ্ধে।
এতে ওই দিন রাতে দৌলতপুর থানায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন বিএনপির আরেক নেতা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল।
এ ব্যাপারে ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার নিশাত আহমেদের কাছে জানতে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে দুই যুবদল নেতাকে বহিষ্কার
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ১৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি
৩ মাস আগে