৫৩ আগ্নেয়াস্ত্র
যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৫, ৫৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার
শনিবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত দেশব্যাপী যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
৪ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত তাদের কাছ থেকে ৫৩টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন: অবৈধ অস্ত্র উদ্ধারে সহায়তার আহ্বান ডিএমপির
সাম্প্রতিক সময়ে থানা, পুলিশ লাইন, পুলিশ ফাঁড়ি ও অন্যান্য স্থান থেকে লাইসেন্স করা যেসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুণ্ঠন হয়ে, সেগুলো উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে সারাদেশে যৌথ অভিযান পরিচালনা করেছে সরকার।
এর আগে গত ২৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে বেসামরিক নাগরিকদের দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে গত ১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে অবৈধ অস্ত্র, লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধারে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব, আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযানের নির্দেশ দেয়।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, দেশব্যাপী যৌথ অভিযানে ৭ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ৫৩টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে চারটি রিভলবার, ১৮টি পিস্তল, দুটি রাইফেল, ১১টি শটগান, একটি পাইপগান, ছয়টি শুটারগান, তিনটি এলজি, ৩টি বন্দুক, একটি একে-৪৭, একটি গ্যাসগান, একটি চাইনিজ রাইফেল, একটি এয়ারগান ও তিনটি স্মুথ বোর বা এসবিবিএল।
আরও পড়ুন: নরসিংদীতে কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
মোহাম্মদপুরে পরিত্যক্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
৩ মাস আগে