ওয়েল্ডিং মিস্ত্রি
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
শেরপুরের শ্রীবরদীতে মোটরের লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রি সাজু মিয়ার (২৮) মৃত্যু হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের মধ্য লংগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু
সাজু মিয়া ওই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। তার স্ত্রীসহ একটি ছেলে রয়েছে।
স্থানীয় জানায়, স্থানীয় দিলু বেপারি বাজারে সাজু মিয়ার ওয়েল্ডিংয়ের দোকান আছে। বাড়ির পাশেই মোটরের লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তবে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু
৩ মাস আগে