নতুন নির্দেশনা
অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে শিগগিরই নতুন নির্দেশনা: উপদেষ্টা
পেট্রোল বা সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়ের বিরুদ্ধে শিগগিরই নতুন নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনাতয়নে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
অতিরিক্ত ভাড়া আদায়ে মামলা-জরিমানা আদায় করলে মামলা করতে নির্দেশনা দেওয়ার ৬ দিনের মাথায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে তা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিষয়টি গভীরভাবে পরীক্ষা করে শিগগির এ ব্যাপারে একটা নতুন নির্দেশনা দেওয়া হবে।
থ্রি হুইলার যানবাহনের বিষয়ে জেলা প্রশাসকদের কি নির্দেশনা দেওয়া হয়েছে? সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘থ্রি হুইলার প্রধান সড়কে চলবে না। কিন্তু অন্য সড়কে চলবে। এটার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা নীতিমালা তৈরি করছে এবং এই নীতিমালার অধিনে তারা কাজ করবে।’
পেট্রোল বা সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা করতে চিঠি দেওয়া হলো, এরপর তা আবার প্রত্যার করলেন কেন? এমন এক প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, চিঠি প্রত্যাহার করার কয়েকটা কারণ আছে। একটা হলো যাত্রীর একটা বক্তব্য আছে- মিটারে যাচ্ছে না।
‘আর যে চালক তারও একটা বক্তব্য আছে- আমরা মিটারে পরিবহন করতে পারবো না, কারণ আমাদের জমার পরিমাণ বেশি। তারপর আমাদের এখানে ঘুষ দিতে হয়, ওখানে ঘুষ দিতে হয়। তারপর এখন নাকি একটা পুরাতন সিএনজি পেতে ২০ থেকে ৩০ লাখ টাকা লাগে। নতুন সিএনজি দেওয়া হচ্ছে না। এ জন্য এটাকে আপাতত স্থগিত করেছি বিষয়গুলো আমরা পরীক্ষা করবো,’ বলেন উপদেষ্টা।
আরও পড়ুন: এসি ২৫ ডিগ্রির নিচে চালালে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন: বিদ্যুৎ উপদেষ্টা
সিএনজি চালকরা গতকাল মিটার খুলে ফেলেছেন, সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে উপদেষ্টা বলেন, ‘না না, এটা হবে না। আইন তো আমরা পরিবর্তন করিনি। আইন যে ইয়ে আছে, সেটা আছে। কিন্তু এই জিনিসটাকে আমরা আরও একটু গভীরভাবে পরীক্ষা করে শিগগির এ ব্যাপারে একটা নতুন নির্দেশনা দেব।’
আপনারা আগে পর্যালোচনা না করে কেন চিঠি দিলেন এবং আন্দোলন হওয়ার পর কেন পিছু হটলেন? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মিটারের ভাড়া তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারণ করেনি, এটা আগেই নির্ধারণ করা। ওই জন্য যে জিসিনটা আমরা বলতে চাই- এই জিনিসটা একটু পর্যালোচনা করার জন্য আমরা দিয়েছি এবং এ ব্যাপারে আমরা নতুন নির্দেশনা দেবো।’
সড়ক দুর্ঘটনা কমানোর বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘আমি বলেছি প্রতিদিন খবরের কাগজে উঠে ২-৩টা মৃত্যু কিংবা মাস শেষে ৩০০-৪০০ জনের মৃত্যু, এটা আমাকে খুব ব্যাথিত করে। আমি বলেছি এটা (সড়ক দুর্ঘটনা কমানো) আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হবে।’
৪৪ দিন আগে
তাবলীগের মারকাজ নিয়ে সরকারের নতুন নির্দেশনা
জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণভাবে নিজেদের তাবলীগী মারকাজে সহাবস্থান বজায় রাখতে মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের অনুরোধ জানিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে একপক্ষকে অন্যপক্ষের মারকাজে কোনো ধরনের বাধা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি না করতেও অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কাকরাইল মসজিদের ক্ষেত্রে এরআগে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটি অনুসরণ করতে হবে।
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান মাঠ দখল নিয়ে গেল ১৭ ডিসেম্বর রাতে তাবলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে।
পরে দুপক্ষের সঙ্গে আলোচনা করে ইজতেমা ময়দান খালি করার সিদ্ধান্ত নেয় সরকার। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে পুলিশ।
আরও পড়ুন: পরিবেশ অধিদপ্তরকে দক্ষ ও আধুনিক করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: রিজওয়ানা
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইজতেমা ময়দান ঘিরে জারি করা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুর মহানগর পুলিশ আইনের ক্ষমতাবলে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটারের মধ্যে জারি করা আদেশগুলো বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে প্রত্যাহার করা হল।
৯০ দিন আগে
এনবিআরের কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা জারি
জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) মানবসম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি অফিস আদেশ দিয়েছে।
এতে বলা হয়, আয়কর বিভাগের অধীনস্থ যে কোনো অফিসে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীকে সকাল ৯টার আগে কর্মস্থলে উপস্থিত হয়ে নিজ নিজ কাজ করবেন। কোন কর্মকর্তা একাধিক দায়িত্বে নিয়োজিত থাকেন তাহলে তিনি কোথায় আছেন তা অনুপস্থিত কার্যালয়ের দৃশ্যমান স্থানে কাগজে নোটিশ আকারে লিপিবদ্ধ করে রাখতে হবে।
এতে আরও বলা হয়, কর কমিশনার/মহাপরিচালকরা তাদের অধীনস্থ অফিসসমূহে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীর অফিসে উপস্থিতির বিষয়টি নথিভুক্ত করবেন এবং প্রয়োজনে বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।
আরও পড়ুন: বড় কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জোরদার করছে এনবিআর
একই সঙ্গে সার্কেল কর্মকর্তার অধীনস্থ অফিসসমূহে কর্মরত সকল কর্মকর্তা বা কর্মচারীর কর্মস্থলে উপস্থিতির বিষয়টি তদারক করবেন এবং প্রয়োজনে বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।
কর্মস্থল ত্যাগ ও কর্মস্থলের বাহিরে অবস্থানের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি অনুসরণ করতে হবে। সকল স্তরের ঊর্ধ্বতন অফিস অধস্তন অফিসের ক্ষেত্রে এর প্রয়োগ নিশ্চিত করবেন।
কোন কর্মকর্তা ছুটিতে থাকলে বা মিটিং বা অন্য কোনো কারণে অফিসের বাহিরে থাকলে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখবেন।
কর কমিশনাররা আইনানুগ বাধ্যবাধকতা ও জাতীয় রাজস্ব বোর্ডের লিখিত নির্দেশনা ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে উপ কর কমিশনার প্রণীত খসড়া কর আদেশ অনুমোদন দেওয়া থেকে বিরত থাকবেন। তিনি নিয়মিতভাবে সার্কেল ও রেঞ্জ অফিস পরিদর্শন করবেন এবং সঠিকভাবে কাজ সম্পাদনের বিষয়ে নির্দেশনা দেবেন।
পরিদর্শী রেঞ্জ কর্মকর্তারা তার আওতায় থাকা সার্কেল অফিসগুলো প্রতি ১৫ দিন অন্তর পরিদর্শন করবেন এবং সার্কেল অফিসে নিম্নবর্ণিত রেজিস্টারসমূহ সংরক্ষণ এবং কাজের তদারকি করবেন।
আরও পড়ুন: সালমান, আকবর সোবহানসহ ৫ ব্যবসায়ীর হিসাব তলব করেছে এনবিআর
ক. স্টক রেজিষ্টার (সার্কেলের রেজিষ্টার্ড করদাতার সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে)
খ. রিটার্ন রেজিষ্টার
গ. মাসিক কর নির্ধারণ রেজিষ্টার
ঘ. রেজিষ্টার-৫ (আদায় রেজিষ্টার )
ঙ.পুনঃউন্মোচন রেজিষ্টার
চ. জরিমানা রেজিষ্টার
ছ. আপিল/ট্রাইব্যুনাল রেজিষ্টার
জ. গ্রহণ রেজিষ্টার
ঝ. মুভমেন্ট রেজিষ্টার
আরও পড়ুন: এনবিআর পরিদর্শনে গিয়ে কাজের গুরুত্ব তুলে ধরলেন অর্থ উপদেষ্টা
২০৫ দিন আগে