কোম্পানির হিসাব
কোম্পানির হিসাব নয়, ব্যক্তির সম্পদ জব্দ করেছে বিএফআইইউ: কেন্দ্রীয় ব্যাংক
দলমত নির্বিশেষে কোনো কোম্পানির ব্যাংক হিসাব অবরুদ্ধ বা হস্তক্ষেপ করা হয়নি বলে আবারও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৯ সেপ্টেম্বর) এক আলোচনা সভায় গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, 'আমরা কোনো শিল্পকে প্রভাবিত করছি না। প্রতিটি খাতকে অবাধে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে, হস্তক্ষেপ বা তহবিলের অবরুদ্ধকরণ ছাড়াই।’
আরও পড়ুন: ইসলামী ব্যাংকে ব্যবসা পরিচালনা ও এলসি খোলায় বাধা নেই: গভর্নর
অন্যদিকে বাংলাদেশ ব্যাংক সোমবার এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সরাসরি কোনো কোম্পানির অ্যাকাউন্ট বন্ধে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়নি। বরং বাংলাদেশ ব্যাংক ব্যক্তির অ্যাকাউন্ট জব্দ করেছে।
এতে আরও বলা হয়েছে, ‘এটি লক্ষ্য করা গেছে যে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার বাইরে ব্যক্তি হিসেবে লেনদেন স্থগিত করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ফলে প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেন ব্যাহত হচ্ছে।’
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্যক্তি ও একক মালিকানায় পরিচালিত হিসাব জব্দ করলেও কোনো কোম্পানির হিসাব স্থগিত করতে পারবে না ব্যাংকগুলো।
আরও পড়ুন: ১৭ বছর পর নতুন চেয়ারম্যান পেল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
৩ মাস আগে