স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যা
বগুড়ায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার গোকুল ইউনিয়ন পরিষদ অফিসের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মিজানুর রহমান (৪০) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া সদর উপজেলা কমিটির আহ্বায়ক ছিলেন।
কারা কী কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে গোকুল এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে গল্প করছিলেন মিজানুর। লোডশেডিং চলাকালে রাত ৯টার দিকে একদল লোক তাকে কুপিয়ে চলে যায়। পরে গুরুতর আহতাবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্বেচ্ছাসেবক দলের বগুড়া জেলা কমিটির সদস্য সচিব আবু হাসান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। আধিপত্য নিয়ে বিরোধের কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন তারা।
হত্যাকাণ্ডের খবর পেয়েছেন জানিয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) স্নিগ্ধ আখতার বলেন, এ ঘটনা তদন্ত করছেন তারা।
৩ মাস আগে