এমপি হেনরী
সিরাজগঞ্জে গুলিসহ উদ্ধার করা আগ্নেয়াস্ত্রগুলো সাবেক এমপি হেনরী ও তার স্বামীর
সিরাজগঞ্জে মসজিদ থেকে গুলিসহ উদ্ধার করা আগ্নেয়াস্ত্রগুলো সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদারের বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
রবিবার (৮ সেপ্টেম্বর) সদর উপজেলার ফুলকোঁচা গ্রামের নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ি থেকে গুলিসহ আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: গাইবান্ধায় দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ, ৩ জন গ্রেপ্তার
উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- ২টি শটগান, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, গুলিসহ আগ্নেয়াস্ত্রগুলো দেখে মুসল্লিরা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে গুলিসহ আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাইয়ের পর গুলিসহ আগ্নেয়াস্ত্রগুলোর মালিককে শনাক্ত করা হয়।
ওসি বলেন, গুলিসহ আগ্নেয়াস্ত্রগুলোর মালিক হেনরী ও তার স্বামী শামীম।
তিনি আরও বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী গত ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা না দেওয়ায় হেনরী ও তার স্বামীর শর্টগান দুটির লাইসেন্স বাতিল হয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
বান্দরবানে সন্দেহভাজন ৫ কেএনএফ সদস্য গ্রেপ্তার, ২টি আগ্নেয়াস্ত্র জব্দ
৩ মাস আগে