মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
আপনারা সন্ধ্যার পর থেকেই টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ‘জানমালের নিরাপত্তায় আজ রাত থেকে ঢাকাসহ সারা দেশে কম্বাইন্ড পেট্রোল শুরু হচ্ছে।’ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতির ঘটনা ব্যাপক হারে বেড়ে যাওয়ার আজ রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম টের পাওয়া যাবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি বলব, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি (সন্তোষজনক)। তবে এটার উন্নতি করার অবকাশ রয়ে গেছে। আগে কী হতো, যেমন বনশ্রীর ঘটনাটি জানতে জানতে দুদিন সময় লেগে যেতো, এখন সঙ্গে সঙ্গে ঘটনা জেনে যায়।’
তিনি বলেন, ‘ছোটখাট ঘটনা সবসময় আগেও ঘটেছে, দুই একদিন আগেও ঘটেছে। তবে ভবিষ্যতে যেন আর না-ঘটে এজন্য কী কী ব্যবস্থা নেওয়া যায়, এ ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা চাই না এ ধরনের একটি ঘটনাও ঘটুক।’
আরও পড়ুন: যেভাবেই হোক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবো: স্বরাষ্ট্র উপদেষ্টা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কী নির্দেশনা দিয়েছেন- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আজকে রাতেই আপনারা দেখবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকটিভিটিস অনেক বেড়ে গেছে।
মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, মানুষকে কীভাবে আশ্বস্ত করতে চান- এ বিষয়ে তিনি বলেন, ‘উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্যই তো আজকে আইনশৃঙ্খলা কমিটির মিটিং করলাম। তাদের একটি দিকনির্দেশনা দিয়েছি, তারা যেন সন্ধ্যার পর থেকেই কাজ শুরু করে। আপনারা এটি সন্ধ্যার পর থেকেই টের পাবেন।’
২৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্টে নির্দোষরা যেন শাস্তি না পায়: স্বরাষ্ট্র উপদেষ্টা
অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘবোয়াল চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। যতোদিন ডেভিল মুক্ত না হবে ততদিন অপারেশন চলবে। এজন্য কমিটি আছে।’
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা বলেন উপদেষ্টা।
তিনি বলেন, ‘রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে, কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নাই, কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করে। রমজানে আমাদের ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়। অথচ বাইরের দেশে রমজানে দ্রব্যমূল্য কমে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: সন্ত্রাসী ও দুস্কৃতকারীরা ‘অপারেশন ডেভিল হান্টের’ টার্গেট: স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সঠিক সংবাদ প্রকাশ করা জন্য ভারত এখন আর আগের মতো মিথ্যা সংবাদ করে না।’
সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাইনবাবগঞ্জের মানুষের ভূমিকায় স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এতে খুশি, তবে আইন যেন কেউ হাতে তুলে না নেয়।’
মতবিনিময় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজশাহীতে দায়িত্বরত সেনা, বিজিবি, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩৮ দিন আগে
সচিবালয়ের ভবনের আগুন ৩ ফ্লোরে ছড়িয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনের ষষ্ঠ তলায় ভয়াবহ আগুন লাগে এভং তা সপ্তম ও অষ্টম তলায় ছড়িয়ে পড়েছিল।
হস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রাত ১টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং দুই মিনিটের মধ্যে রাত ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিভাগকে জানানো হয়।
আরও পড়ুন: সচিবালয়ে অগ্নিকাণ্ড: সেনাবাহিনী-বিজিবি মোতায়েন, সব গেট বন্ধ
ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১টা ৫৪ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং সকাল ৮টা ৫ মিনিটে তা নিয়ন্ত্রণে আনেন। বেলা পৌনে ১১টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
ছয় তলা থেকে আগুন লাগেনি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কী ঘটেছিল- এখন আমরা তা খুঁজছি। পুরো ভবনে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া গেলে আমরা (সাংবাদিকদের জানাবো)। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল।’
অপরদিকে সকালে কাজে যোগ দিতে সচিবালয়ের ফটকের সামনে হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী ভিড় করলেও শুরুতে তাদের সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
পরে সকাল ৯টার দিকে তাদের মধ্যে কয়েকজনকে পরিচয়পত্র দেখে ৫ নম্বর গেট দিয়ে সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে তথ্য অনুযায়ী, সচিবালয়ের ৭ নম্বর ভবনে ছয়টি মন্ত্রণালয় ও কয়েকটি বিভাগের কার্যালয় রয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর পাশাপাশি সচিবালয় এলাকায় অতিরিক্ত সংখ্যক সেনা ও বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সংবাদমাধ্যমকে ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের ঘোষণা দেন।
আরও পড়ুন: বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
৮৪ দিন আগে
ইজতেমায় খুনিদের কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুইজন নিহতের ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। খুনিদের কোনো অবস্থায়ই ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই।
বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশর পৌঁছেছেন ড. ইউনূস
বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে প্রথমে বেলা ১১টায় বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্ব করেন। পরে মাওলানা জুবায়েরের অনুসারীদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে তিনি বলেন, আজকের মধ্যেই মামলা করবেন। প্রকৃত দোষীকে আমরা আইনের আওতায় নিয়ে আসব।
বিশ্ব ইজতেমার তারিখ প্রসঙ্গে তিনি জানান, এটা নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছে। সবাইকে একত্রিত করতে হবে। আপনারাও চাচ্ছেন সবাই এক হতে। তারা যদি আবার আলোচনা করে একটা সমাধানে আসতে পারে। তারা আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত দেব।
আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নিতে হলেও সরকার নেবে বলে জানান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আরও পড়ুন: মোদি বাংলাদেশের স্বাধীনতা-মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন: রিজভী
৯২ দিন আগে
কাজে যোগদান না করা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে: উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের যেসব সদস্য এখনও কাজে যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়া এখনও কাজে যোগদান না করা পুলিশ সদস্যদের আমরা পুলিশ বলব না। তাদের অপরাধী (ক্রিমিনাল) বলব।
তিনি বলেন, আমরা আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। দুই-এক দিনের মধ্যে উপপরিদর্শক (এসআই) নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন।
মঙ্গলবার (১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আরও পড়ুন: পাসপোর্ট অফিসের দুর্নাম দূর করতে কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আশুলিয়ায় শিল্পকারখানার ঝামেলা, অস্ত্র উদ্ধার অভিযান ও মাদকের ব্যবহার রোধ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া মিয়ানমার সীমান্ত নিয়েও আমরা কথা বলেছি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন দুর্গাপূজা যাতে নির্বিঘ্ন হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। এবারের পূজা সবচেয়ে নির্বিঘ্ন হবে, সবচেয়ে ভালো হবে।
তিনি বলেন, পূজা নির্বিঘ্ন করতে যা যা পদক্ষেপ নেওয়ার, সবই নেব। আশা করব এবারের পূজা আগের বারের চেয়ে অনেক ভালো হবে। এজন্য সবার সাহায্য ও সহযোগিতা দরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যেটা হয়েছে, সেটা সন্তোষজনক। যত দিন যাবে, পরিস্থিতির আরও উন্নতি হবে।
উপদেষ্টা বলেন, মাজার-দরগায় কীভাবে নিরাপত্তা দেওয়া যায়, বৈঠকে আলোচনা করেছি। বিশেষ করে পোশাক খাত নিয়ে আমরা কথা বলেছি।
পূজার ছুটির বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ব্যাপারে আমাদের এখানে কোনো আলোচনা হয়নি। এমনকি পূজার তিনদিন ছুটি করা নিয়ে আমি কোনোদিন বলিনি। এটা আমার আওতার মধ্যে পড়ে না।
আরও পড়ুন: আইনশৃঙ্খলার অবনতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: রাঙ্গামাটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা
পার্বত্য চট্টগ্রাম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, শান্তিচুক্তি হওয়ার পর ইউপিডিএফ হাতিয়ার সমর্পণ করেনি। জনসংহতি সমিতি (জেএসএস) কেবল হাতিয়ার সমর্পণ করেছিল। ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে অভ্যন্তরীণ ঝামেলা আছে। অন্য যারা আছে, তাদের মধ্যেও ঝামেলা আছে। তারা মিলেমিশে কীভাবে থাকতে পারে, সেটা নিয়ে ব্যবস্থা করতে হবে।
উপদেষ্টা আরও বলেন, অনেক সময় তারা বাইরে থেকেও কিছু অস্ত্র ও প্রশিক্ষণ পাচ্ছেন। ওটা যাতে না পায়, সেটার একটা ব্যবস্থা করতে হবে।
দুই মাসের মধ্যে পুলিশ বাহিনী সংস্কার করা হবে– এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ সংস্কারের কাজ ১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। সংস্কারের কাজটা আমি করছি না, এজন্য আলাদা কমিটি করে দেওয়া হয়েছে। ওই কমিটি কাজটি করবে। তারা আমাদের কাছে প্রতিবেদন দেবেন, সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সংস্কার হবে।
কতজন পুলিশ এখনও কাজে যোগ দেয়নি, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ১৮৭ জনের মতো ছিল। এর পরে মনে হয় আর কেউ যোগদান করেননি। যারা যোগ দেননি, তাদের আমরা অপরাধী হিসেবে গণ্য করব।
আরও পড়ুন: পুলিশকে জনবান্ধব ফোর্সে রূপান্তরের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
১৭০ দিন আগে
পুলিশ সংস্কারে শিগগির কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পুলিশ সংস্কারে শিগগির কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, পুলিশ সংস্কারের বিষটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে এখনও কোনো কমিটি গঠিত হয়নি। তবে শিগগির হবে।
প্রাথমিক কমিটি কোন প্রক্রিয়ায়, কীভাবে ও কাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করে সংস্কার করা হবে- তা নির্ধারণ করবে বলে জানান তিনি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লাইলারের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল।
আরও পড়ুন: বাংলাদেশে সব বিদেশি নাগরিকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাক্ষাৎকালে পুলিশ সংস্কার-বন্যা পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
উপদেষ্টা বলেন, প্রাথমিক কমিটির সুপারিশ ও মতামত গ্রহণ করে প্রক্রিয়াটিকে এগিয়ে নেওয়া হবে এবং পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।
তিনি বলেন, সেসময় ইউএনডিপি ও আগ্রহী অন্যান্য দেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ নেওয়া হবে।
তবে যেসব মতামত-পরামর্শ দেশের জন্য সঙ্গতিপূর্ণ হবে, কেবল সেগুলোই পরবর্তী পদক্ষেপ ও বাস্তবায়নের জন্য বিবেচিত হবে বলে জানান উপদেষ্টা।
স্টেফান লাইলার বলেন, বাংলাদেশের পুলিশ সংস্কার এমনভাবে হওয়া উচিত, যাতে জনগণ পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে পারে।
তিনি সুশীল সমাজের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে জনগণের সঙ্গে আলোচনা করে মতামত নিয়ে ব্যাপক পরিসরে এ সংস্কার বাস্তবায়নের পরামর্শ দেন।
আরও পড়ুন: মাজারে হামলা বন্ধের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এ ক্ষেত্রে জাতিসংঘ প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান ইউএনডিপির আবাসিক প্রতিনিধি।
বৈঠকে বাংলাদেশের বন্যা পুনর্বাসনের জন্য ইউএনডিপি সমীক্ষা চালাচ্ছে বলে জানান আবাসিক প্রতিনিধি।
তাছাড়া এ কাজে ইউএনডিপির পক্ষ থেকে এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে বলেও সভায় জানানো হয়।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- ইউএনডিপির অ্যাডভাইজর সাইমন বোনেসি, ডেমোক্রেটিক গভর্নেন্স পোর্টফলিও বিষয়ক ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) বাংলাদেশ প্রধান আবদুস সাত্তার ইসোয়েভ, আইওএম বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন ফাতিমা নুশরাত গাজ্জালি, ইউএন ওমেনের বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিং, ইউএনওডিসি অফিস প্রধান এ.আই. ফেলিপ রামোস ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) জেন্ডার বিষয়ক প্রধান শামীমা পারভীন।
আরও পড়ুন: সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
১৯১ দিন আগে
সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
ভবিষ্যতে সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে দূর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
সীমান্ত হত্যার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে হত্যা নিয়ে এখানে একটু আলোচনা হয়েছে।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মাদক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
তিনি বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ করেছি।। আশা করব ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।’
তিনি বলেন, আমি সাংবাদিকদের কাছে অনুরোধ করব, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আপনারাও আমাকে সাহায্য-সহযোগিতা করবেন।
উপদেষ্টা আরও বলেন, পূজার সময় আরেকটি সমস্যা দেখা দেয়। যেহেতু আমাদের অনেক লোক ভারতে যাওয়া-আসা করে, এপারের লোক ওপারে আবার ওপারের লোক এপারে পূজা দেখতে আসে।
তাই সবাইকে আমি অনুরোধ করেছি, এবার আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন। যাতে এপারের লোক ওপারে না যায়। আবার ওপারের লোক এপারে না আসে পূজা দেখার জন্য।
আরও পড়ুন: বাংলাদেশে সব বিদেশি নাগরিকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঘুষ, দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৯১ দিন আগে