মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
আগামী নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১১ আগস্ট) সকালে ঢাকা-৩ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় (৩ নং) ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাদের আকৃষ্ট করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে। এছাড়া ছেলে ও মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে। নারী ও পুরুষের জন্য আলাদা বুথ তো থাকছেই।
আরও পড়ুন: দ্রুতই সাংবাদিক তুহিন হত্যার চার্জশিট: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ইতোমধ্যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে বডি-অর্ন ক্যামেরা থাকবে, যাতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা তা জেলা ও কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা যায়। বর্তমানে পুলিশ, বিজিবি ও কারারক্ষীদের কাছে কিছু বডি-অর্ন ক্যামেরা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নতুন করে আরও ৪০ হাজার বডি-অর্ন ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একটি বিশেষ দল বাসস্ট্যান্ড ও টেম্পুস্ট্যান্ড দখল করে রাখছে—সাংবাদিকদের এমন অভিযোগের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না। ইতোমধ্যে অনেক চাঁদাবাজকে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না—সে যে দলেরই হোক না কেন।
এর আগে উপদেষ্টা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর সদর দপ্তর ও কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। কারাগার পরিদর্শনকালে তিনি বন্দিদের খাবার, স্বাস্থ্য ও জীবনযাত্রার মান পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরে তিনি কেরাণীগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন।
১১৫ দিন আগে
পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার মিলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।
তিনি বলেন, ‘আমাদের যে অস্ত্রগুলো হারিয়ে গেছে, এগুলো উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি। একটি পুরস্কারও ঘোষণা করছি। যে তথ্য দেবে, তাকে আমরা কত টাকা দিতে পারি, সে বিষয়ে নিজেদের মধ্যে একটা কমিটি করে দু-চার দিনের মধ্যে হয়তো গণমাধ্যমে ঘোষণা দিয়ে দেব। কেউ যদি খবর দিতে পারে, সে পুরস্কারটা পাবে।’
লুট হওয়া ৭০০টিরও বেশি পুলিশের অস্ত্রের এখনো খোঁজ মেলেনি বলেও জানান উপদেষ্টা।
আরও পড়ুন: জাতীয় নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে থাকছে বডি-ওর্ন ক্যামেরা: স্বরাষ্ট্র উপদেষ্টা
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সরকার পতনের পর বিভিন্ন থানা-ফাঁড়িসহ পুলিশের নানা স্থাপনা থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ লুট হয় ৬ লাখ ৫১ হাজার ৬০৯টি।
লুট হওয়া আগ্নেয়াস্ত্র-গোলাবারুদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রাইফেল, এসএমজি (স্মল মেশিন গান), এলএমজি (লাইট মেশিন গান), পিস্তল, শটগান, গ্যাস গান, কাঁদানে গ্যাস লঞ্চার, কাঁদানে গ্যাসের শেল, কাঁদানে গ্যাসের স্প্রে, সাউন্ড গ্রেনেড ও বিভিন্ন বোরের গুলি।
লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে গত বছরের ৪ সেপ্টেম্বর যৌথ অভিযান শুরু হয়। অভিযানে লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে।
১১৬ দিন আগে
জাতীয় নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে থাকছে বডি-ওর্ন ক্যামেরা: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে দেশের ৪৭ হাজার ভোটকেন্দ্রে একটি করে বডি-ওর্ন ক্যামেরা সরবরাহ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘নির্বাচনকালীন সময়ের জন্য সারা দেশের আনুমানিক আট লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এ বাহিনীর মধ্যে পুলিশ, আনসার, বিজিবি, কোস্ট গার্ড এবং সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত থাকবে। সব বাহিনীকেই প্রশিক্ষণ দেওয়া হবে।’
তিনি বলেন, ‘প্রিজাইডিং অফিসাররা যেন কারো বাসায় না থেকে নির্বাচনী কেন্দ্রে থাকতে পারেন, সে ব্যবস্থা করা হবে। তাদের সঙ্গে আনসার এবং পুলিশ সবাই থাকবে।
কারা বডি-ওর্ন ক্যামেরা পাবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ৪৭ হাজার ভোট কেন্দ্রের প্রতি কেন্দ্রেই একটি করে বডি-ওর্ন ক্যামেরা দেওয়ার চেষ্টা করা হবে। পুলিশের মধ্যে যিনি সিনিয়র পদধারী থাকবেন, তার কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে৷’
আরও পড়ুন: নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা
তিনি আরও বলেন, ‘নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সব বাহিনীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া নির্বাচন কমিশন পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দিবে।’
তিনি বলেন, ‘বাহিনীগুলোর প্রশিক্ষণের পর তাদের মহড়া দেওয়ার ব্যবস্থাও করা হবে। নির্বাচনটা যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও ভালোভাবে হতে পারে— সে অনুশীলন করা হবে।’
পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ কর্মকর্তাকে সংযুক্তিতে বদলি করার বিষয় উপদেষ্টা বলেন, এটা রুটিন বিষয়৷ এটা সবসময় চলমান থাকবে।
ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।
১২০ দিন আগে
নির্বাচন পর্যন্ত চলবে বিশেষ অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা
মব সহিংসতা শূন্যে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ ক্ষেত্রে কোনো ছাড়া দেওয়া হবে না।
সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স শূন্যে নামিয়ে আনা হবে। মবের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আর বর্তমান বাহিনী দিয়েই নির্বাচন হবে এবং খুব ভালোভাবে হবে।
বৈঠকের বিষয়ে তিনি বলেন, আমরা সাধারণত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করি এবং এর মধ্যে যেহেতু আইন-শৃঙ্খলা বিষয়টি আছে, যদিও দুইটি ওয়ার্ড, কিন্তু এটি অনেক বড় ব্যাপ্তির। এজন্য এমন কোনো বিষয় নেই যা আলোচনার বাইরে থাকে না। মোটামুটি দেশের সব বিষয় নিয়ে আলোচনা হয়, সাম্প্রতিক ঘটনাগুলো নিয়েও আলোচনা হয়। ভবিষ্যতে কী ধরনের ঘটনা ঘটতে পারে, সেটাও আলোচনা হয়। আমরা এগুলো নিয়েই আলোচনা করছি।
তিনি বলেন, বিশেষ করে আমরা মাদকের ওপর বেশি জোর দিচ্ছি। যেহেতু মাদক আমাদের দেশে একটা বড় ধরনের সমস্যা। এজন্য আমরা সবসময় বেশি জোর দেই। আপনাদের রিপোর্টও দেখছি। এখন ইয়াবা ধরা পড়ছে অনেক বেশি। ধরা পড়লেও রুই-কাতলা মাছগুলো ধরা পড়ছে না, ওই পুটি আর ট্যাংরা এগুলো ধরা পড়ছে। আমরা চাই রুই-কাতলা মাছগুলো যেন আইনের আওতায় যত দ্রুত আনা যায়।
আরও পড়ুন: ৫ আগস্ট নিয়ে সরকার সতর্ক, শঙ্কার কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
৫ আগস্ট ঘিরে নিরাপত্তা ঝুঁকি আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর, অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি ওই সময় যেভাবে ছিল, আজ ৪ আগস্ট সেটি কি উন্নতি হয়েছে, কি হয়নি—এটা আপনারা আমাদের থেকে ভালো বলতে পারবেন। আমরা যেই সময় দায়িত্ব নেই, সেই সময়ে পুলিশের পরিস্থিতি কেমন ছিল, অন্যান্য বাহিনীর অবস্থা কেমন ছিল এবং দেশের অবস্থা কেমন ছিল, সেগুলো থেকে কি উন্নতি হয়েছে, সেটা আপনারাই জানেন।
তিনি বলেন, এখন আপনারা বলছেন কাঙ্খিত উন্নতি হয়েছে কি হয়নি; সেটা আমরা করতে পারিনি। আর আমি একটা কথা সবসময় বলি, আমাদের দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর, আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো এমন কোনো ধারণা এই ৫৪ বছরে মিডিয়া বা সাধারণ মানুষ কোথাও দেখেনি।
তিনি আরও বলেন, উন্নত দেশের স্ট্যান্ডার্ডে আমরা এখনো যেতে পারিনি। আমরা দোয়া করব, আমরা না পারি, ভবিষ্যতে যারা আসবেন তারা যেন যেতে পারে এবং আমরা স্ট্যান্ডার্ড দিতে পারি। তবে আমাদের লেভেলে থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা সম্ভব উন্নতি করার।
মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ৩ আগস্ট সম্পর্কে একটা আতঙ্ক ছিল। ৫ আগস্ট সম্পর্কে কোনো ধরনের আতঙ্কের কোনো কারণ নেই। আল্লাহ দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে সম্পন্ন হবে। এতে আপনাদের সাহায্য ও সহযোগিতা দরকার। আপনারা বিভিন্ন জায়গা কভার করবেন এবং দেখবেন সবকিছু ভালোভাবে হবে।
সতর্কতাও তো আছে, সরকারের পক্ষ থেকে সেই সতর্কতা রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, সরকারের তো সব বিষয়ে সতর্ক থাকতে হয়। এই সতর্কতার জন্যই আমরা বিভিন্ন মিটিং করি এবং আপনাদেরও বলি যে আপনারাও আমাদের সাহায্য করুন।
এ সময় সাংবাদিকরা জানতে চান ৮ আগস্ট পর্যন্ত একটি বিশেষ অভিযান চলছে কিনা। উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ অভিযান পুরো দেশেই চলছে। এটি নির্বাচনের আগ পর্যন্ত চলতে হবে। যেহেতু অস্বীকার করার উপায় নেই যে আমাদের যে পরিমাণ হাতিয়ারের উৎস চলে গেছে, সব উদ্ধার করতে পারিনি। এগুলো উদ্ধারের জন্য চেষ্টা সবসময় চলছে।
তিনি বলেন, বিভিন্ন অনুষ্ঠান চলার সময় অন্যান্য অপরাধও হয়। যেহেতু বাহিনী সীমিত, একটি কাজে ব্যস্ত থাকলে অন্য জায়গায় যেতে পারে না। বাহিনী একদিকে কনসেন্ট্রেট করলে অন্যদিকে অপরাধ বাড়ে। আরেকটি বিষয় হচ্ছে, গত শনিবার মোহাম্মদপুরে ছোট ছোট বাচ্চাদের ধরা হয়েছে। তারা আসছে। আমি জিজ্ঞেস করলাম, কেন চাপাতি নিয়ে মারতে গিয়েছিল? সে বলল, স্যার, ও যাওয়ার সময় আমাকে পা দিয়ে ল্যাং মারছিল। এখন এই ধরনের ঘটনা আগে ছিল না। একটু ল্যাং মারলে চারজন নিয়ে চাপাতি দিয়ে মারতে যায়। সামনাসামনি পেলে হয়তো কোপ দিতো। এই ধরনের ঘটনায় জনগণের সচেতনতা বাড়াতে হবে। মা-বাবা, আত্মীয়স্বজন ও তাদের বুঝিয়ে বলতে হবে যাতে এসব না হয়।
মব ভায়োলেন্স নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, মব ভায়োলেন্স আগের থেকে কমছে। এটি ধীরে ধীরে একেবারে নির্মূল হবে। মবের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
নির্বাচন নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, কে অংশ নিবে, কে নিবে না—এটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন নয়। আমার লক্ষ্য নির্বাচন সময় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা। এজন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে বলেছি, আমরা ট্রেনিং দিচ্ছি এবং সরকারও ফোর্সের সংখ্যা বাড়ানোর অনুমোদন দিয়েছে।
কোন দলকে বেশি পুলিশ সুরক্ষা দেওয়া হচ্ছে, কোন দলকে কম—এমন অভিযোগে তিনি বলেন, আমরা সবাইকে সমান সুরক্ষা দিচ্ছি। যাদের বেশি ঝুঁকিপূর্ণ তারা একটু বেশি সুরক্ষা পায়। যাদের ঝুঁকি কম, তাদের কম সুরক্ষা দেওয়া হয়। যেমন, আপনারা আল্লাহ দিলে কেউ ঝুঁকিপূর্ণ না, তার কোনো সুরক্ষার প্রয়োজন হয় না।
ভ্যালনেবল সিদ্ধান্ত কিভাবে হয়? এমন প্রশ্নে তিনি বলেন, এটি বিভিন্ন এজেন্সি নির্ধারণ করে, প্লাস আপনারাও জানান এই এলাকাটি ঝুঁকিপূর্ণ। আপনাদের কাছ থেকেও তথ্য পাওয়া যায়।
১২৩ দিন আগে
৫ আগস্ট নিয়ে সরকার সতর্ক, শঙ্কার কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
সরকারকে সবসময় সতর্ক থাকতে হয় জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে, তবে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই।
রবিবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘৫ আগস্ট নিয়ে আতঙ্কের কিছু নেই। আল্লাহর রহমতে এবং সকলের সহযোগিতায় সব অনুষ্ঠান ও কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতাও নেওয়া হয়েছে। সরকারকে সব সময়ই সতর্ক থাকতে হয়। এজন্য নানা সভা আয়োজন করা হয় এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়।’
আরও পড়ুন: আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ অভিযান বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই অভিযান দেশব্যাপী চলছে এবং তা নির্বাচনের আগপর্যন্ত চলবে। ইতোমধ্যে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। যেগুলো উদ্ধার হয়নি, সেগুলোর ব্যাপারেও সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।’
মোহাম্মদপুর এলাকায় কিশোর অপরাধ বেড়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘এক্ষেত্রে পরিবার ও সমাজ— উভয়ের সচেতনতা জরুরি।’ মব সহিংসতা নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মব সহিংসতা আগের তুলনায় কমেছে এবং ধীরে ধীরে আরও কমে যাবে। এ ধরনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হচ্ছে না।’
ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২৩ দিন আগে
রায়েরবাজারে অজ্ঞাত ১১৪ জুলাই শহীদের গণকবর রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত ১১৪ জন জুলাই শহীদের গণকবর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২ আগস্ট) রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গিয়ে গণকবর পরিদর্শন করার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এ সময় আন্দোলনে নিহতদের কবরগুলো ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এই কবরস্থানে ১১৪ জনের গণকবর রয়েছে, যাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
‘আগে নিহতদের পরিবারের লোকজন রাজি না থাকলেও এখন তারা শনাক্তে রাজি হয়েছেন। এজন্য আমরা মরদেহের ডিএনএ শনাক্তের প্রক্রিয়া শুরু করেছি। এরপর পরিবার চাইলে লাশ এই কবরস্থানে রাখতে পারবে, আবার অন্যত্রও সরিয়ে নিতে পারবে।’
আরও পড়ুন: পাঁচ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
রায়েরবাজার কবরস্থানের নির্মাণকাজে দুর্নীতির খবর পাওয়া গেছে উল্লেখ করে এ সময় সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা দেখতেই পাচ্ছেন নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী—ইট, সুড়কির মান খুবই খারাপ।’
আফসোস করে তিনি বলেন, ‘দেশের জন্য প্রাণ দেওয়া মানুষগুলোর কবরস্থান নির্মাণে যদি দুর্নীতি হয়, তাহলে কীভাবে চলবে?’ এসব দুর্নীতির খবর ফুটিয়ে তোলার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
উপদেষ্টা বলেন, যারা অন্যায় করেছে, তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে।
এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি।
১২৫ দিন আগে
ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তা করছে সরকার: কৃষি উপদেষ্টা
কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ওএমএসের (খোলা বাজারে বিক্রি) মাধ্যমে আলু বিক্রির চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২১ জুলাই) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন কৃষি উপদেষ্টা।
তিনি বলেন, ‘গতবার যে দামে আলু কিনেছেন, এবার কৃষক এখন আলুর ন্যায্যমূল্য পাচ্ছে না। আমরা চেষ্টা করছি কৃষক যেন আলুর দাম পায়। তাই ওএমএসের মাধ্যমে আলু সরবরাহের উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। কৃষক যদি পণ্যের দাম না পায় পরবর্তীতে কিন্তু তারা এটি উৎপাদনের দিকে যাবে না। এজন্য চেষ্টা করতে হবে কৃষক যাতে ন্যায্য দামটা পায়।’
উপদেষ্টা বলেন, ‘গতবার যে পরিমাণ পেঁয়াজের দাম ছিল। এবার কিন্তু কৃষক অনেক বেশি পেঁয়াজ উৎপাদন করেছে। পেঁয়াজ উৎপাদন বেশি করায় এবার পেঁয়াজ আমদানি না করেও কিন্তু বাজারটা মোটামুটি স্থিতিশীল আছে। এগুলো কিন্তু কৃষকেরই অবদান।’
পেঁয়াজ সংরক্ষণ করার জন্য কৃষককে আট হাজার এয়ার ফ্লো দেওয়া হয়েছে। কৃষক যাতে তার বাড়িতে পেঁয়াজ সংরক্ষণ করতে পারেন।
কৃষি উপদেষ্টা আরও বলেন, ‘একশোটি মিনি কোল্ডস্টোরেজ স্থাপন করার আমাদের পরিকল্পনা আছে। আগামী মৌসুমের আগেই হয়তো আমরা এটি কমপ্লিট করতে পারব। এরপর আস্তে আস্তে সংখ্যা আরও বাড়বে। এতে কৃষকরা সেখানে সবজিটা সংরক্ষণ করতে পারবে। তারা ন্যায্যমূল্যটা পাবে একই সঙ্গে আমরা ভোক্তারাও ন্যায্যমূল্যে পণ্য পাব।’
তিনি বলেন, ‘দেশ যারা বাঁচিয়ে রেখেছেন তাদের মধ্যে কৃষকদের অবদান সবচেয়ে বেশি। আমরা তাদের অবদানটা সেভাবে প্রকাশ করি না।’
চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘চলতি মৌসুমে আমনের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ লাখ টন বেশি ধান উৎপাদন হয়েছে, তারপরও বাজারে চালের দাম ২ থেকে ৩ টাকা বেড়েছে।’
সার ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি। আমরা ইউরিয়া সার ব্যবহার কমানোর চেষ্টা করছি। একই সঙ্গে আমরা সার্বিকভাবে স্যারের ব্যবহার কমানোর চেষ্টা করছি।’
আরও পড়ুন: মুন্সীগঞ্জে আলুর বাম্পার ফলনেও কপালে চিন্তার ভাঁজ কৃষকদের
তিনি আরও বলেন, ‘খামারি অ্যাপ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। কোন স্থানে দাঁড়িয়ে সেখানে কোন ধরনের সার লাগবে সেটা অ্যাপ বলে দিতে পারবে। ওই এলাকায় কোন ফসল ভালো হবে—সেটাও বলে দেবে। এটা যাতে আরও উন্নত করা যায়, সেই বিষয়ে আমাদের কাজ চলছে।’
বর্তমানে দেশে সারের কোনো ঘাটতি নেই। নভেম্বর পর্যন্ত সারের কোনো সংকট হবে না বলেও জানান কৃষি উপদেষ্টা।
সারের ডিলারশিপ দিতে নতুন করে নীতিমালা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘যারা সারের লাইসেন্স নিয়ে ঝামেলা করছে, আমরা তাদের বাদ দিয়ে নতুন করে লাইসেন্স দেবো। যারা ভাল লোক আমরা তাদের লাইসেন্স দেওয়ার চেষ্টা করব।'
১৩৬ দিন আগে
প্রয়োজনে লাশ উত্তোলন করে গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষে পাঁচজন নিহতের লাশ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নিহতের স্বজনরা লাশের ময়নাতদন্ত করতে চাননি, তাই হয়নি। কিন্তু যদি সরকার প্রয়োজন মনে করে, তাহলে এখনো ময়নাতদন্তের সুযোগ আছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের পুরো ঘটনা সাংবাদিকরা লাইভ করেছেন। এখানে লুকোচুরির কিছু নেই। যা হয়েছে, সবার সামনেই হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জের পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্ত্রণে, গ্রেপ্তার ২৫: স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জের সংঘর্ষে দায় কার—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি যা প্রতিবেদন দেবে, সেখান থেকেই জানা যাবে আসলে কেন এমন ঘটনা ঘটল।
থার্ড টার্মিনাল পরিদর্শন প্রসঙ্গে উপদেষ্টা জানান, এ টার্মিনাল পুরোপুরি চালু হলে যাত্রীদের বিদ্যমান অনেক সমস্যা লাঘব হবে। টার্মিনালের ইমিগ্রেশন পুরোপুরি কার্যকর করতে মন্ত্রণালয় প্রস্তুত আছে। ইমিগ্রেশনে ৪০০-এর মতো সদস্য থাকবে।
টার্মিনালের উদ্বোধন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি অন্য মন্ত্রণালয়ের ব্যাপার। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়ত্তে যা আছে, সেখান থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’
১৩৮ দিন আগে
এবারের বোরো ধানের ফলন সন্তোষজনক: কৃষি উপদেষ্টা
দেশে এবার বোরো ধানের ফলন সন্তোষজনক হয়েছে জানিয়ে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই বোরো ধান কাটা সম্পন্ন হবে।
শনিবার (২৬ এপ্রিল) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে ধান কাটা ও মাড়াই পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপদেষ্টা কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, ‘আড়িয়াল বিল প্রাকৃতিক বৈচিত্র্যসম্পন্ন এলাকা। তাই এখানকার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে।’
আড়িয়াল বিল ও সংলগ্ন অঞ্চলের পানি নিষ্কাশন ও ফসল পরিবহনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: দেশে কোনো খাদ্যসংকট হবে না: কৃষি উপদেষ্টা
আড়িয়াল বিলে বিমান বন্দর নির্মাণ প্রতিরোধে আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের অনুরোধ করলে উপদেষ্টা তাদের মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় অবৈধ মাটি ব্যবসা বন্ধে টহল চৌকি স্থাপনে কৃষকরা অনুরোধ করলে উপদেষ্টা জরুরি ভিত্তিতে টহল চৌকি স্থাপনে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ‘আড়িয়াল বিলের পরিবেশ রক্ষায় এলাকাবাসী সহযোগিতা করবেন। মুন্সিগঞ্জের উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ যেন যথাযথভাবে হয়, দেশে যেন খাদ্যের অভাব না হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, সরকার সে লক্ষ্যে কাজ করছে।’
এ সময় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও জেলার উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।
২২২ দিন আগে
আপনারা সন্ধ্যার পর থেকেই টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ‘জানমালের নিরাপত্তায় আজ রাত থেকে ঢাকাসহ সারা দেশে কম্বাইন্ড পেট্রোল শুরু হচ্ছে।’ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতির ঘটনা ব্যাপক হারে বেড়ে যাওয়ার আজ রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম টের পাওয়া যাবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি বলব, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি (সন্তোষজনক)। তবে এটার উন্নতি করার অবকাশ রয়ে গেছে। আগে কী হতো, যেমন বনশ্রীর ঘটনাটি জানতে জানতে দুদিন সময় লেগে যেতো, এখন সঙ্গে সঙ্গে ঘটনা জেনে যায়।’
তিনি বলেন, ‘ছোটখাট ঘটনা সবসময় আগেও ঘটেছে, দুই একদিন আগেও ঘটেছে। তবে ভবিষ্যতে যেন আর না-ঘটে এজন্য কী কী ব্যবস্থা নেওয়া যায়, এ ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা চাই না এ ধরনের একটি ঘটনাও ঘটুক।’
আরও পড়ুন: যেভাবেই হোক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবো: স্বরাষ্ট্র উপদেষ্টা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কী নির্দেশনা দিয়েছেন- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আজকে রাতেই আপনারা দেখবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকটিভিটিস অনেক বেড়ে গেছে।
মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, মানুষকে কীভাবে আশ্বস্ত করতে চান- এ বিষয়ে তিনি বলেন, ‘উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্যই তো আজকে আইনশৃঙ্খলা কমিটির মিটিং করলাম। তাদের একটি দিকনির্দেশনা দিয়েছি, তারা যেন সন্ধ্যার পর থেকেই কাজ শুরু করে। আপনারা এটি সন্ধ্যার পর থেকেই টের পাবেন।’
২৮৩ দিন আগে