অভিযোগ দায়ের
ফারহান হত্যার ঘটনায় হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গত ১৮ জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আনিসুল হকসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ফারহানের বাবা শহিদুল ইসলাম ভুঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দাখিল করেন।
তদন্ত সংস্থার উপপরিচালক (প্রশাসন) আতাউর রহমান বলেন, অভিযোগটি প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে। পরে আমাদের কাছে আসবে।
আরও পড়ুন: সিলেটে শেখ হাসিনাসহ ৯১ জনের নামে হত্যা মামলা
মামলার অন্য আসামিরা হলো- সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারসহ ৩৪ জন।
তাদের বিরুদ্ধে হত্যা ও গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ দাখিলকালে ফারহানের বাবা-মা ও বোন সায়মা ইসলাম ফারিন উপস্থিত ছিলেন।
নিহতের বোন সায়মা ইসলাম ফারিন বলেন, ভাই আমাদের ছেড়ে চলে যাওয়ার পর আমি আর সাধারণ জীবনযাপনে ফিরতে পারিনি। প্রতিটি ক্ষণে ভাইয়ের স্মৃতি ভেসে ওঠে। ওর জন্য আমার মন সারাক্ষণ কাঁদে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত পড়ালেখা শুরু করতে পারিনি। আদালতে এসেছি ভাইয়ের হত্যার যেন বিচার হয়। বিচার যেন ঝুলে না থাকে।
মামলায় আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) ও ৪(১) (২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ জুলাই পুলিশের গুলিতে নিহত হন ফারহান ফাইয়াজ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গণহত্যার ঘটনায় এ পর্যন্ত তদন্ত সংস্থায় মোট ১২টি অভিযোগ জমা হয়েছে।
এর মধ্যে ১১টি সাম্প্রতিক সময়ের গণহত্যার ঘটনায় ও একটি ২০১৩ সালে ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনায়।
আরও পড়ুন: শেখ হাসিনা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারেন: চিফ প্রসিকিউটর
ফেনীতে ৮ হত্যা মামলায় হাসিনাসহ আসামি ৩০৩৭ জন
৩ মাস আগে