মেয়ে নিহত
কুড়িগ্রামে মাইক্রোবাস চাপায় মেয়ে নিহত, বাবা আহত
কুড়িগ্রামে মাইক্রোবাস চাপায় আয়শা আক্তার (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছে তার বাবা আনিছুর রহমান।
কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে বাবার সঙ্গে রংপুরে যাওয়ার সময় ঘটনাটি ঘটে।
আয়শা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী শিমুলতলা এলাকার পল্লি চিকিৎসক আনিছুরের মেয়ে।
আরও পড়ুন: বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
আয়শা নাগেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
আয়শার চাচা নজরুল ইসলাম বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাবা আনিছুর মেয়ে আয়শাকে নিয়ে মোটরসাইকেল করে রংপুরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের নব্দীগঞ্জ এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আয়শার মৃত্যু হয়। আহত হন আনিছুর। স্থানীয়রা আনিছুরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, রংপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফুলবাড়ী উপজেলার এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা থেকে বার্তা এখনও আসেনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত
৩ মাস আগে