ইনু-মেনন
ইনু-মেনন, পলকসহ সাবেক আইজিপি মামুন রিমান্ড শেষে কারাগারে
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমান এ আদেশ দেন।
আরও পড়ুন: তৌফিক-ই-ইলাহীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর
তিন দফায় ১৬ দিনের রিমান্ড শেষে ইনুকে, দুই দফায় ১১ দিনের রিমান্ড শেষে মেননকে, তিন দফায় ২৩ দিনের রিমান্ড শেষে পলককে এবং ৮ দিনের রিমান্ড শেষে মামুনকে আদালতে হাজির করা হয়।
খিলগাঁও থানায় দায়ের করা হত্যা মামলায় সবাইকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়।
আরও পড়ুন: মেয়র আইভীর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
৩ মাস আগে