হিউং মিন-সন
সনকে বর্ণবিদ্বেষী মন্তব্য করে অভিযুক্ত ক্লাব সতীর্থ
ফুটবল মাঠে প্রতিপক্ষ দলের খেলোয়াড় কিংবা সমর্থকদের কাছ থেকে বর্ণবাদী ও বিদ্বেষমূলক মন্তব্যের ঘটনা বিরল নয়। তবে টটেনহ্যাম হটস্পারের দক্ষিণ কোরিয়ান অধিনায়ক হিউং মিন-সন নিজ ক্লাব সতীর্থের কাছ থেকেই বিদ্বেষমূলক মন্তব্যের শিকার হয়েছেন।
ঘটনাটি গত জুন মাসের। উরুগুয়ের টেলিভিশন প্রোগ্রাম ‘পর লা কামিসেতা’য় স্প্যানিশ ভাষার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির টটেনহ্যাম ডিফেন্ডার রদ্রিগো বেন্তাঙ্কুর। ওই অনুষ্ঠানের এক পর্যায়ে বেন্তাঙ্কুরের কাছে টটেনহ্যাম খেলোয়াড়দের কোনো একজনের জার্সি চেয়ে বসেন সঞ্চালক রাফা কোতেলো।
সঙ্গে সঙ্গে বেন্তাঙ্কুর বলে ওঠেন, ‘কার সনির (সনের ডাকনাম)? অবশ্য ওর চাচাতো ভাইয়ের শার্ট দিলেও চলে, কারণ ওরা সবাই দেখতে তো একইরকম।’
আরও পড়ুন: প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ: ব্রাজিল পুলিশের তদন্তে নির্দোষ আন্তোনি
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ তুলে বেন্তাঙ্কুরের সমালোচনায় সরব হয় সোশ্যাল মিডিয়া।
এরপর নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। ইনস্টাগ্রাম পোস্টে ওই মন্তব্যকে ‘খুবই বাজে রসিকতা’ বলে উল্লেখ করেন তিনি।
বৈষম্যবিরোধী দাতব্য সংস্থা কিক ইট আউট সে সময় জানিয়েছিল, বেন্তাঙ্কুরের বর্ণবাদী মন্তব্য নিয়ে তারা ‘উল্লেখযোগ্য সংখ্যক’ অভিযোগ পেয়েছে। এটি ‘পূর্ব এশীয় ও ওই অঞ্চলের বৃহত্তর সম্প্রদায়কে ব্যাপকভাবে প্রভাবিত করে এমন একটি বড় ইস্যুতে’ পরিণত হয়েছে।
সে সময় সন অবশ্য এ বিষয়টি দুজনে মিটিয়ে ফেলেছেন বলে জানান। তিনি বলেছিলেন, সে (বেন্তাঙ্কুর) বর্ণবাদী মন্তব্যের জন্য তার কাছে ক্ষমা চেয়েছেন।
আরও পড়ুন: আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে শুনানি শুরু সোমবার
জুন মাসেই সন বলেন, ‘আমি লোলোর (বেন্তাঙ্কুরের ডাকনাম) সঙ্গে কথা বলেছি। সে একটা ভুল করেছে- এটা সেও জানে এবং তার জন্য (আমার কাছে) ক্ষমাও চেয়েছে।’
তিনি বলেন, ‘লোলো কখনও ইচ্ছাকৃতভাবে আপত্তিকর কিছু বলতে পারে না। আমরা ভাই ভাই, (তার ওই মন্তব্যের কারণে দুজনের সম্পর্কে) কিছুই বদলায়নি।’
‘বিষয়টি অতীত। আমরা এখন ঐক্যবদ্ধভাবে ক্লাবের জন্য লড়াই করব।’
তবে বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।ভ
এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ফুটবলার রদ্রিগো বেন্তাঙ্কুরের গণমাধ্যমে সাক্ষাৎকারে অসদাচরণের পরিপ্রেক্ষিতে এফএর আইন ই৩ ভাঙার অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: বর্ণবাদ রুখতে স্পেনের ফুটবলে নতুন আইন
বিবৃতিতে বলা হয়েছে, টটেনহ্যাম হটস্পারের এই ফুটবলারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে, যা বিতর্কের সৃষ্টি করেছে। তিনি যা বলেছেন, তা স্পষ্টতই জাতিবিদ্বেষের দোষে দোষী। কোনো জাতি, সম্প্রদায় বা উপজাতি নিয়ে প্রকাশ্যে হোক কিংবা গোপনে এ ধরনের মন্তব্য আইনের লঙ্ঘন।
আইন অনুসারে তাকে ৬ থেকে ১২ ম্যাচ নিষেধাজ্ঞা দিতে বৈষম্যমূলক কাজের নিয়ন্ত্রক কমিশনের কাছে সুপারিশ করা হবে বলেও বিবৃতিতে জানিয়েছে এফএ।
অবশ্য এ বিষয়ে নিজের পক্ষে সাফাই দিতে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে বেন্তাঙ্কুরকে।
২ মাস আগে